X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১৩ ঘণ্টা পর ইব্রাহীম কার্ডিয়াকের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ২০:৩৮আপডেট : ০৭ মে ২০১৮, ২০:৪৭

বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে চালু রাখা হয়েছিল লিফটসহ হাসপতালের জরুরি কিছু বিভাগ ১৩ ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় স্বাভাবিক হয়েছে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ। সোমবার বিকাল ৪টার দিকে মূল লাইনের দ্বিতীয় ফেজ থেকে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর জেনারেট চালিয়ে কিছু বিভাগে বিদ্যুৎ সরবরাহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে সিসিইউ, জরুরি বিভাগ ও বহির্বিভাগ চালু রাখা হলেও  হাসপাতালের সব জায়গায় তা সম্ভব না হওয়ায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল সোমবার (৭ মে) বেলা ১১টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে জরুরি বিভাগ ও বহির্বিভাগে বিদ্যুৎ থাকলেও হাসপাতালের বেশকিছু অংশ অন্ধকার। বিকাল ৩টার দিকেও একই পরিস্থিতি দেখা যায়। হাসপাতালের মূল ভবনের ৬টি লিফটের মধ্যে মাত্র দুটি রোগীদের জন্য চালু রাখা সম্ভব হয়েছিল বলে জানান হাসপাতালের পরিচালক। 
কুমিল্লা থেকে আসা রোগী কার্তিক দে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে বিদ্যুৎ না থাকলে তো খুবই কষ্টের বিষয়। এত বড় হাসপাতাল, বিদ্যুৎ ছাড়া তো চলার কোনও উপায় নেই।’ 
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কয়েকজন রোগীর স্বজন জানান, রাত ৩টার দিকে বিদ্যুৎ চলে যায়। এর অনেক পর জেনারেটর চালু করা হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগসহ কোনও বিভাগেই বিদ্যুত ছিল না। এক রোগীর অ্যাটেনডেন্ট মো. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর চালু করতেও দেরি করেছে।’
একজন চিকিৎসকের সহকারী আব্দুল কুদ্দুস ও আক্তারুজ্জামান বলেন, বিদ্যুৎ না থাকায় খুবই কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর পর জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে। রোগীদের খুবই অসুবিধা হচ্ছে। লিফটে লম্বা লাইন দিয়ে উঠতে হচ্ছে। 
হাসপাতালের প্রধান প্রকৌশলী আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টা-সাড়ে ৩টার দিকে বিদ্যুতের ক্যাবল কাটা পড়ে। তখন থেকে আমরা সবাই এটি ঠিক করতে কাজ করছি। ডিপিডিসির লোকজন কাজ করছে, আমাদের বারডেমের লোকজনও কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের কাজের জন্য বিদ্যুতের ক্যাবলটি কাটা পড়ায় এই সমস্যা হয়েছে।’
তিনি বলেন, ‘ডিপিডিসি আমাদের সাময়িকভাবে বিকল্প লাইন দিয়েছে। ফেজ রিলেটেড কিছু বিষয় আছে। মূল লাইন হয়ত আগামীকাল ঠিক হয়ে যাবে।’ 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুল হক মল্লিক  বলেন, ‘এখন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যে জায়গাগুলো বেশি জরুরি, সেগুলোতে আমরা রাত থেকেই জেনারেটর দিয়ে বিদ্যুৎ সাপ্লাই দিয়েছি। এই মুহূর্তে (বিকাল সোয়া ৪টা) বিকল্প লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এখন আর জেনারেটর চালাতে হচ্ছে না।’ 
অস্ত্রোপচার বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা দুর্ঘটনাজনিত বিষয়; কোনও ইচ্ছাকৃত বিষয় নয়। আমার জানামতে, অপারেশন হয়েছে। প্রতিদিনের মতোই রোগীর ভিড় ছিল। রোগীদের ভোগান্তি অবশ্যই হয়েছে। তবে পুরো বিষয়টি দুর্ঘটনাজনিত।’

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বেলা ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সামনে মেট্রোরেলের কাজ করার সময় বিদ্যুতের ক্যাবল কেটে যায়। এর পরপরই লাইন ঠিক করার জন্য ওইস্থানে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এখনও তারা কাজ করছে। তবে বিকল্প ব্যবস্থায় হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।’
বিকাল ৫টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন হাসপাতালের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক। প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে হাসপাতালটি। ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামতের কাজ শেষ হয়েছে। তবে এখনই সেই লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে না। আগামীকাল মঙ্গলবার ওই লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প লাইন দিয়ে আমরা বিদ্যুৎ সরবরাহ চালু করেছিলাম। আজ বিকাল ৪টার দিকে মূল বিদ্যুৎ লাইনের দ্বিতীয় ফেজ থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।’
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান ড. রশিদ ই মাহবুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ হাসপাতালে যাইনি। বিদ্যুৎ চলে গেলে ব্যাক-আপ দেওয়ার মতো ব্যবস্থা হাসপাতালের আছে। তাই রোগীদের অসুবিধা হওয়ার কথা নয়।’


এসএনএস/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!