X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

একটি জেব্রার মৃত্যুতেই যত বিপত্তি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২২:৩১আপডেট : ১০ মে ২০১৮, ০৯:২৮

শার্শা থেকে উদ্ধার করা জেব্রা (ছবি-প্রতিনিধি) গরুর হাটে (স্থানীয় ভাষায় খাটাল) মধ্যরাতে শুরু হয় অপরিচিত পশুর একসঙ্গে তীব্র চিৎকার। তা শুনে এলাকাবাসী চিৎকারের উৎস খঁজতে থাকে। একপর্যায়ে তারা আবিষ্কার করে একদল জেব্রা। এলাকাবাসী দেখতে পায়, একটি মৃত জেব্রাকে ঘিরে চিৎকার করছে বাকি জেব্রাগুলো।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল এলাকার এই গরুর হাটে ৯টি জেব্রা দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মঙ্গলবার (৮ মে) রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে জেব্রাগুলোর সঙ্গে থাকা লোকেরা পালিয়ে যায়। পুলিশ আটটি জীবিত ও একটি মৃত জেব্রা উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন, ‘আমরা চিৎকার শুনে গরুর খাটালের কাছে গিয়ে জেব্রাগুলো দেখতে পাই। এরপর পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।’

আজিজুর রহমানসহ অন্য বাসিন্দারা জানান, একটি জেব্রার মৃত্যুর পরপরই অন্যগুলো তীব্র চিৎকার শুরু করে। আর এতে করেই লোকজন জেনে যায়। ফলে পাচার হওয়ার আগেই উদ্ধার হয় জেব্রাগুলো।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসা যশোর জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. মুরাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গিয়ে একটি মৃতসহ নয়টি জেব্রা পেয়েছি। তবে সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। জেব্রাগুলোর চিৎকার শুনেই লোকজন তাদের অবস্থান সম্পর্কে জানতে পারে।’

একটি জেব্রার মৃত্যুর কারণে অন্যগুলো চিৎকার করছিল, সরাসরি এ কথা না বললেও এসআই মুরাদ বলেন, ‘গরুর খাটালের (হাট)) মতো পরিবেশে রাখার কারণে এ ধরনের প্রাণীর প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। এছাড়া, যেকোনও প্রাণীরই সঙ্গী মারা গেলে, তাদের স্বাভাবিক আচরণে পরিবর্তন আছে। সেটাই হয়তো ঘটেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৮ মে) রাতে গরুর হাট থেকে বিদেশি প্রাণী উদ্ধারের ঘটনায় যশোরের শার্শা থানায় বুধবার (৯ মে) একটি মামলা হয়েছে। মামলায় খাটালের (যেখানে জেব্রাগুলোকে পাওয়া গেছে) মালিক মো. তুতু (৪০), বেনাপোল পোর্টের মো. মুক্তি (৪৫), নরসিংদী পলাশ থানার রানা ভূঁইয়া (২৮), বগুড়া আদমদিঘীর আমরুজ্জামান বাবুসহ (৩২)পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে ৯টি জেব্রার আনুমানিক মূল্য বলা হয়েছে, দুই কোটি ৭০ লাখ টাকা।

 আরও পড়ুন: 



আফ্রিকার জেব্রা যশোরে এলো কীভাবে?

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া