X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইসলামী দলগুলোর বিক্ষোভে পুড়লো ইসরায়েলের পতাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৯:১৮আপডেট : ১৮ মে ২০১৮, ১৯:১৮

ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ ফিলিস্তিনে গণহত্যা ও জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মুকাররমে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল। শুক্রবার (১৮ মে) জুমার নামাজের পর পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের পতাকা পুড়ানো হয়।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বায়তুল মুকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। দলটির রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেন, ‘বিশ্বে অশান্তির মূলহোতা আমেরিকা। দেশটি বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। দেশে দেশে মুসলিম নিধন করছে। ফিলিস্তিনে গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করছে। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।’

ইসলামী আন্দোলনের সমাবেশ সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম  বলেন,  ‘ইসরায়েলকে মদদ দিয়ে ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। ফিলিস্তিনে গণহত্যা তাদের ইন্ধনেই করা হচ্ছে। বাইতুল মুকাদ্দস রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে জিহাদের ডাক দিতে হবে।’

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা ক্রীড়া পরিষদের সামনে এসে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। মিছিলে ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা এমদাদুল্লাহ ফাহাদ, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, শেখ নুরউন নাবী প্রমুখ।

জুমার নামাজের পর পৃথকভাবে বিক্ষোভ করে খেলাফত মজলিস। বিক্ষোভপূর্ব সমাবেশে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন,  ‘আমাদের সামনে মাহে রমজান যখন উপস্থিত, ঠিক সেই মুহূর্তে অবৈধ রাষ্ট্র ইসরায়েল, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল হাজার হাজর ফিলিস্তিনিকে হতাহত  করেছে। ইতোমধ্যেই ৬০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি চালিয়ে শহীদ করা হয়েছে। ইসরায়েলের এ হত্যাযজ্ঞ প্রমাণ করে তারা শান্তি চায় না। ইসরায়েলের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি চায় না।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড়, হাউজ বিল্ডিং, দৈনিক বাংলা মোড় হয়ে আবার উত্তর গেটের পর্যন্ত মিছিল করে দলটি। মিছিলে ছিলেন দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মো. আবদুল জলিল প্রমুখ।

খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের পতাকা পোড়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। এসময় দলটির আমির মাওলানা শাহ আতাউল্লাহ নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী ঐক্য আন্দোলনও বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির ঢাকা  মহানগরীর আমির  মোস্তফা বশীরুল হাসান,  জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: সাজ্জাদ হোসেন।

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি