X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
জাকাত নিতে গিয়ে প্রাণহানি

সমঝোতা নয়তো মামলার দীর্ঘসূত্রিতায় ঝুলে যায় বিচার

চৌধুরী আকবর হোসেন
১৮ মে ২০১৮, ২৩:৪১আপডেট : ১৯ মে ২০১৮, ০১:২৯

আয়োজন করে জাকাত প্রদানের একটি দৃশ্য (ফাইল ছবি) জাকাতের সামান্য সাহায্য নিতে গিয়ে উল্টো প্রাণ হারাচ্ছেন হতদরিদ্র মানুষেরা। অব্যবস্থাপনায় কারণে জাকাত প্রদানের সময় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এখন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরই দেশের বিভিন্ন স্থানে জাকাতের কাপড়, খাদ্যদ্রব্য ও টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। কোনও কোনও ঘটনায় নিহতের স্বজনদের ক্ষতিপূরণ দিয়ে আয়োজকরা সমঝোতা করছেন। আবার এসব দুর্ঘটনার ঘটনায় মামলা হলেও বিচারে দীর্ঘসূত্রিতা রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এসব কারণে প্রশাসনের পূর্বানুমতি না নিয়ে জাকাত প্রদানের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে বাধ্যবাধকতা আরোপের কথা বলছেন শীর্ষ আলেমরা।

জানা গেছে,জাকাত প্রদানে অনুষ্ঠানে পুলিশ সহায়তা নেওয়ার কথা বললেও তা মানছেন না আয়োজকরা। অতিরিক্তি মানুষের ভিড়ে পদদলিত হয়ে বেশিরভাগই ক্ষেত্রেই বৃদ্ধ, নারী ও শিশুর প্রাণহানি ঘটছে। ২০১৫ সালের ৯ জুলাই ময়মনসিংহের নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৭ জন নিহত হন। এ ঘটনায় কোতয়ালি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা (মামলা নম্বর-৪১-১০/০৭/২০১৫) দায়ের করে। তখন জর্দা ফ্যাক্টরির মালিক নূরানী তালুকদার শামীমসহ ৮ জনকে পুলিশ গ্রেফতার করলেও প্রত্যেকে এখন জামিনে আছেন। অন্যদিকে ৩০২ ধারায় হত্যা মামলা হলেও ৩০৪/খ ধারায় অবহেলা আর অব্যবস্থাপনার কারণ দেখিয়ে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আদলতে বিচারাধীন এ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে এখন।  

হত্যা মামলাকে অবহেলা উল্লেখ করে চার্জশিট দেওয়া প্রসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন দেওয়া সময় যথোপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপন করতে হয় আদালতে। হত্যা মামলা হলে সেটিও তথ্য-উপাত্তসহ নানাভাবে আদালতে উপস্থান করতে হয় তদন্ত কর্মকর্তাকে। ফলে তদন্তে অনেক সময় ধারা পরিবর্তন করতে হয়। হত্যা মামলা রেখে তথ্য উপাত্ত উপস্থাপন না করতে পারলে আদালতে মামলাই খারিজ হয়ে যাবে।’

সোহেলী ফেরদৌস আরও বলেন, ‘তবে পরবর্তীতে যে কোনও সময় মামলার প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও সাক্ষী পাওয়া গেলে ফের হত্যা মামলার ধারা পরিবর্তন করা সম্ভব।’

এদিকে সর্বশেষ গত ১৪ মে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামের কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ইফতার সামগ্রী ও জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ৯ নারী নিহত হন। ১৫ মে সকালে নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম থানায় মামলা দায়ের করেন। মামলায় কেএসআরএম-এর মালিক মোহাম্মদ শাহজাহানকে প্রধান আসামি করে ইফতার সামগ্রী বিতরণের সঙ্গে জড়িতদের অজ্ঞাত আসামি করা হয়। সেদিন বিকালে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। একদিন পরেই ১৬ মে গ্রেফতার হওয়া চারজনের জামিন মঞ্জুর করেন আদালত।

অতীতের পরিসংখ্যান থেকে জানা গেছে,২০১৪ সালের ২৪ জুলাই মানিকগঞ্জে গার্লস স্কুল রোডে জাকাত প্রদানে অনুষ্ঠানে ভিড়ের মধ্যে ১২ নারী অসুস্থ হয় পড়েন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে ৩ জনের মৃত্যু হয়। এর একদিন পরেই ২৫ জুলাই বরিশালে জাকাতের অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রায় ২০ জন আহত ও চিকিৎসাধীন অবস্থান মারা যান ২ জন। ২০১২ সালের আগস্টে ঢাকায় পদদলিত হয়ে ৩ নারীর মৃত্যু হয়। ২০১১ সালে ধানমন্ডিতে আকিজ গ্রুপের কার্যালয়ে জাকাত প্রদান অনুষ্ঠানে ৭ জন পদদলিত হয়ে মারা যায়। এছাড়া ২০১০ সালের সেপ্টেম্বরে ১ জন, ২০০৫ সালে গাইবান্ধায়  ৩৭ জন, ২০০৬ সালে পটুয়াখালীতে ৩ জন প্রাণ হারান। ২০০৩ সালে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে  ৯ জনের মৃত্যু ঘটে জাকাত নিতে গিয়ে। ২০০২ সালের ডিসেম্বরেও গাইবান্ধায় ৪২ জন প্রাণ হারান। 

আরও আগে, পাহাড়তলীর আবুল বিড়ি ফ্যাক্টরিতে ১৯৯০ সালের ২৬ এপ্রিল জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারান ৩৫ জন ও আহত হন দুই শতাধিক মানুষ। এর আগের বছর ১৯৮৯ সালের ৫ মে  চাঁদপুরে জাকাতের কাপড় নিতে গিয়ে ১৪ জন পদদলিত হয়ে প্রাণ হারান। ১৯৮৭ সালের ২৩ মে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ঢাকা ক্যান্টনমেন্টে জাকাত প্রদানের সময়  ব্যাপক জনসমাগম হয়। বিশৃঙ্খলতা থামাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মধ্যে পড়ে ৪ ব্যক্তি মারা যায়। বাংলাদেশ ব্যাংক থেকে জাকাতের টাকা নিতে গিয়ে ১৯৮৩ সালের ৯ জুলাই মারা যায় ৩ শিশু। ১৯৮০ সালে ঢাকায় জুরাইনে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত হন ১৩ জন।

বারবার এ ধরনের ঘটনা ঘটার ব্যাপারে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘যাকাত যাদের দিতে হয়, সম্মানের সঙ্গেই দেওয়া উচিত। এজন্য শরিয়তে বিধান হচ্ছে, যারা যাকাত পাওয়ার যোগ্য তাদের খুঁজে করে করে সম্মানের সঙ্গে দেওয়া। ডেকে এনে যাকাত দিলে তো অপমান করা হয়। নিজেকে দানশীল প্রমাণ করতে অনেকে হাঁক-ডাক দিয়ে জাকাত দেন, এটি শরিয়ত সম্মত নয়। বরং নিন্দনীয় কাজ। যাদের আয়োজনে মানুষের প্রানহানি ঘটছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

জাকাত দেওয়ার আয়োজনে সরকারে আরও বেশি নজরদারি প্রয়োজন বলে মনে করেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। একই সঙ্গে প্রশাসনের পূর্বানুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না নিয়ে জাকাত প্রদানের অনুষ্ঠান আয়োজনে বিধি নিষেধের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। আবুল হাসানাত আমিনী বলেন, ‘জাকাত কিংবা দান দিতে গিয়ে উল্টো মানুষের জানমালের ক্ষতি হয়, এটি কাঙ্ক্ষিত নয়। এসব ঘটনায় দায়ীদেরও শাস্তির আওতায় আনা উচিত।’  

জাকাত প্রদানের আয়োজনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রোধে দেশের সব থানাকে সর্তক থাকতে বলা হয়েছে বলে জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেলী ফেরদৌস। তিনি বলেন, ‘জাকাত দেওয়ার আগে পুলিশের সহায়তা নিতে সবাইকে আমরা অনুরোধ জানিয়েছি। থানা পুলিশকেও এ ব্যাপারে আরও জোরদার হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে।’

(এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছন বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম ও ময়মনসিংহ প্রতিনিধি)

 

 

/এএইচ/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের