X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উত্তরায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ০০:৫৭আপডেট : ১৯ মে ২০১৮, ০১:১৯

উত্তরার আইচি হাসপাতাল রাজধানীর উত্তরার পূর্ব থানাধীন আইচি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত রোগীর স্বজনরা ক্ষুদ্ধ হয়ে ওই হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে। শুক্রবার (১৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত রোগীর নাম ইউনুছ আলী (৫৫)। তার বাড়ি গাজীপুরের বোর্ডবাজার এলাকার। 

পুলিশ ও মৃত রোগীর স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে ইউনুছ আলীকে দ্রুত উত্তরা আইচি হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালে চিকিৎসক না থাকলেও রোগীকে আশ্বাস দিয়ে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকাল পর্যন্ত চিকিৎসা সেবা না পেয়ে রোগীর মৃত্যু হয়। পরে রোগীর মৃত্যুতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় আইচি হাসপাতালে ভাঙচুর করে এবং চিকিৎসকদের সঙ্গে হাতাহাতি করেন। এরপর খবর পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মৃত রোগীর ছোট ভাই আনোয়ার হোসেন বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য বড় ভাইকে আইচি হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক আছে বলে রোগীকে ভর্তি করা হয়। চিকিৎসার খোঁজ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 'ডাক্তার আসছে'। কিন্তু বিকাল পর্যন্ত কোনও চিকিৎসক না আসায় রোগী চিকিৎসা সেবা পায়নি। এরপর সন্ধ্যার কিছুক্ষণ আগে বড় ভাইয়ের মৃত্যু হয়।’ 

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে মৃতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে কিছুটা ঝামেলা সৃষ্টি করেছিল। এই ঘটনায় পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের বসিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতা করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মৃতের স্বজনরা মরদেহ দাফনের জন্য বোর্ডবাজার নিয়ে যায়।'

তিনি আরও জানান, এ ঘটনায় স্বজনরা থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। 

/এসজেএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী