X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ’তে হাতের পক্ষাঘাত রোগের চিকিৎসায় লাইভ সার্জারির উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ০৩:৪১আপডেট : ২০ মে ২০১৮, ১১:৫৯





বিএসএমএমইউ সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে হাতের প্যারালাইজড (পক্ষাঘাত) রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ ধরনের আঘাতে হাতের শিরার সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে। এ ধরনের রোগীদের উন্নত চিকিৎসা দিতে শনিবার (১৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ব্রাকিয়াল প্লাক্সাস ইনজুরি’ বিষয়ক কর্মশালা ও লাইভ সার্জারির উদ্বোধন করা হয়েছে।


বিএসএমএমইউ’র ‘ডি’ ব্লকের সাততলায় অর্থোপেডিক সার্জারি বিভাগের ক্লাসরুমে দু’দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অর্থোপেডিক সার্জারি বিভাগ ও বাংলাদেশ হ্যান্ড সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। বিএসএমএমএমইউ’র সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এ ধরনের কর্মশালা ও লাইভ সার্জারি সংশ্লিষ্ট সার্জন ও শিক্ষার্থীদের জন্য হাতের আঘাতজনিত প্যারালাইজড (পক্ষাঘাত) রোগের সফল অস্ত্রোপচারের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ও জ্ঞান লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘ব্রাকিয়াল প্লাক্সাস ইনজুরি বিষয়ক ওয়ার্কশপ ও লাইভ সার্জারি পক্ষাঘাত রোগীদের জন্য উপকার ও কল্যাণ বয়ে আনছে এবং তাদের পক্ষাঘাতগ্রস্ত হাত সচল করার মাধ্যমে কর্মক্ষম করে তোলা সম্ভব হচ্ছে।’
বাংলাদেশের অন্যান্য সরকারি হাসপাতালেও এ বিষয়ে চিকিৎসার জন্য দক্ষ জনবল গড়ে তোলা এ কর্মশালার অন্যতম লক্ষ্য। বিএসএমএমইউ’র হ্যান্ড অ্যান্ড রিকনসট্রাকটিভ সার্জারি উইংয়ের মাধ্যমে প্রতিবছর এ ধরনের প্রায় ৪০ জন রোগীর জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করা হচ্ছে বলে কর্মশালায় জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদ।

/টিওয়াই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ