X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জের রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৭:১২আপডেট : ২১ মে ২০১৮, ১৭:২৮

সুপ্রিম কোর্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভালাবো ইউনিয়নের রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি প্রকল্পকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই দুটি প্রকল্পের জন্য ভূমির যে পরিবর্তন করা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মরিয়ম খন্দকার। অন্যদিকে রিমঝিম পুলিশ টাউনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইটালিয়ান সিটির পক্ষে ছিলেন আব্দুল মতিন মণ্ডল। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, ‘রূগঞ্জের ভালাবো ইউনিয়নের কয়েকটি মৌজায় রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি নামে দুটি প্রকল্পে স্থানীয় কৃষি জমি দখল করে ভরাট করা হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদ প্রকাশের পর স্থানীয়রা পরিবেশ অধিদফতরে যোগাযোগ করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।’ তিনি আরও বলেন, ‘পরিবেশ অধিদফতর ব্যবস্থা না নেওয়ায় বাদশাহ মিয়াসহ স্থানীয় পাঁচজন ২০১৭ সালের ২৩ অক্টোবর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে নদী, খাল, ডোবা, কৃষি জমিসহ জমি রক্ষায় ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুটি প্রকল্পের জন্য ভূমির যে পরিবর্তন সাধন করা হয়েছে, তা আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবেশ মন্ত্রণালয়কে দুটি প্রকল্পের বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়।’

তৈমূর আলম খন্দকার বলেন, ‘২০১৭ সালের ৩০ নভেম্বর আদালতের নির্দেশ অনুযায়ী পরিবেশ অধিদফতর হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করে। দাখিল করা প্রতিবেদনে এসব জমিকে নালা ও কৃষিজমি হিসেবে উল্লেখ করে বিস্তারিত শ্রেণিকরণ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি কর্তৃপক্ষ পরিবেশ অধিদফতর থেকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই কৃষিজমি ভরাট করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১২ (১) ধারা লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।’
পরিবেশ অধিদফতরের এই প্রতিবেদনের ওপর শুনানি শেষে সোমবার আদালত জারিকৃত রুল যথাযথ উল্লেখ করে এই রায় ঘোষণা করেন।

/বিআই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা