X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে চাটাইয়ে মুড়িয়ে দাফনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ২১:৫০আপডেট : ২১ মে ২০১৮, ২২:০০

জাতীয় পতাকার পরিবর্তে চাটাইয়ে মুড়িয়ে মুক্তিযোদ্ধাকে এভাবেই গার্ড অব অনার দেওয়া হয় পাবনার বেড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারকে জাতীয় পতাকার পরিবর্তে চাটাইয়ে মুড়িয়ে দাফনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২১ মে) শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় নেতারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার প্রতি স্থানীয় প্রশাসনের এ ধরনের অবমাননায় গভীর উদ্বেগ,প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, যাদের বীরত্বে ও আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেসব বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার লাশ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে সম্মান না দেখিয়ে চাটাই দিয়ে মুড়িয়ে অসম্মানকারীদের মধ্যে নিশ্চয়ই স্বাধীনতাবিরোধী চক্রের বংশধর রয়েছে,এরা প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে। না হলে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান না দেখাতে পারে, অন্তত অসম্মান করার ধৃষ্টতা দেখাতে পারতো না। এর সঙ্গে জড়িত প্রত্যেকের পারিবারিক খোঁজ-খবর নেওয়া উচিত। না হয় ওইসব ঘাপটি মেরে থাকা দালালরা ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আরও বড় কোনও আঘাত হানতে পারে। 

এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধাকে অবমাননাকারী ওইসব নরপিশাচদের শুধু গ্রেফতারই নয়,এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে জাতীয় বীর এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি অসম্মান দেখানোর সাহস না পায়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক অজন্তা, সহ-সভাপতি মিজান রহমান, আকবর হোসেন মিঠু, ওমর ফারুক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, আল-আমিন মৃদুল ও আজহারুল ইসলাম অপু, দফতর সম্পাদক আহমাদ রাসেল ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রতন প্রমুখ। 

/এসও/ এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক