X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

আগামী আয়োজিত দ্বিতীয় দেয়ালপত্রিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ২২:২৩আপডেট : ২১ মে ২০১৮, ২২:২৩

আগামী আয়োজিত দ্বিতীয় দেয়ালপত্রিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিশুদের মেধা বিকাশের জন্য আগামী ইনকরপোরেটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’ আয়োজিত ‘সহ-শিক্ষাক্রমিক’ আওতায় দ্বিতীয় দেয়ালপত্রিকা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ মে) উত্তরা দিয়াবাড়ির আরপি সিটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আগামী এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে একটি ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করা হয় যে ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভোটিং প্রতিযোগিতা চলছে এবং তার ফলাফল আচিরেই প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের ডিরেক্টর অফ ফিন্যান্স ডা. তাজকিরা খানম এবং এক্সিকিউটিভ ডিরেক্টর নাফিসা খানম। তারা উপস্থাপনায় সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত ও মানসমম্মত শিক্ষা নিশ্চিতকরণে আগামীর সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরার পাশাপাশি মেধা বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রমের উপযোগিতা ব্যাখ্যা করেন।

আগামী এডুকেশন ফাউন্ডেশনের অন্তর্গত বিদ্যালয়গুলোতে সহ-শিক্ষা কার্যক্রমের প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশের পাশাপাশি সহ-শিক্ষার ফলপ্রসূতা বাড়ানোর লক্ষে ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো দেয়ালপত্রিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘একুশে ফেব্রুয়ারি’। আগামী’র অর্থায়নে পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের মধ্য থেকে ১৫টি বিদ্যালয়ের মোট শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি বিভাগে মোট ৬৪ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৮টি বিদ্যালয়কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় আগারগাঁওয়ের আলোক শিক্ষালয় এবং নন্দিপারার পিএসডি স্কুল যথাক্রমে ‘ক’ ও ‘খ’ বিভাগে এবং নেত্রকোনার মিলন মাধ্যমিক বিদ্যালয় ‘গ’ বিভাগে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অংশগ্রহণকারী সব প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল