X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘অভিযানের সময় আটকরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী’

আমানুর রহমান রনি
২২ মে ২০১৮, ০০:১৬আপডেট : ২২ মে ২০১৮, ০০:২৬

জামাল উদ্দীন আহমেদ ( ফাইল ছবি: সংগৃহীত) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাদকবিরোধী অভিযান চলছে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘দেশব্যাপী মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে আটক হওয়া ব্যক্তিরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।’ সোমবার (২১ মে) সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে তিনি এই তথ্য জানান।

গত ছয়দিনে দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ জনের মৃত্যু হয়েছে। যারা শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই প্রসঙ্গে জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘আমরাও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো অভিযান পরিচালনা করছি।’

গত জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমক কমিশনে (দুদক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যে তালিকা দিয়েছে, সেই তালিকায় রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন জেলার সাংবাদিক, জনপ্রতিনিধি থাকলেও এই অভিযানে তাদের কেউ গ্রেফতার হচ্ছে না। কেবল মাদক বহনকারী বা খুচরা বিক্রেতা ‘বন্দুকযুদ্ধে’ মারা যাচ্ছে। তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার না হওয়ার কারণ জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, ‘এই তথ্য ঠিক বলে আমার মনে হয় না। কারণ এখন যাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে, তারাও কোনও না কোনও তালিকায় রয়েছে।’  

মাদক ব্যবাসায়ীদের তালিকায় জনপ্রতিনিধি ও অন্যান্য পেশাজীবী থাকলেও তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ না করার কারণ সম্পর্কে আবারও জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ওপর সরকার যে দায়িত্ব দিয়েছে, আমরা তা ঠিকভাবে অতীতেও পরিচালনা করছি, আগামীতেও করবো।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পুনর্গঠনের কাজ চলছে উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আমাদের জন্য নতুন আইন হচ্ছে। দ্রুত এটি পাস হবে। এছাড়া মাদক শনাক্তের জন্য আমরা উন্নত মেশিন নিয়ে এসেছি। যেন সব ধরনের মাদক শনাক্ত করতে পারি।’

বর্তমান অভিযানে মাদক নিয়ন্ত্রণে সঠিক প্রক্রিয়া কিনা? জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, ‘এটি একটি বিশেষ অভিযান। অতীতেও অভিযান পরিচালিত হয়েছে। তবে প্রধানমন্ত্রী প্রয়োজনের তাগিদ থেকেই বিশেষ অভিযান পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন। তাই সংশ্লিষ্ট সব বাহিনী ও অধিদফতর সক্রিয় হয়ে কাজ করছে।’

এই অভিযান অবশ্যই সফলতা আসবে উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আমাদের অভিযানের পাশাপাশি মানুষকেও সচেতন করতে হবে।’ তিনি বলেন, ‘মাদক অনুপ্রবেশ প্রতিরোধ করতেই বর্তমান অভিযান পরিচালিত হচ্ছে। যেন কোনোভাবেই মাদক দেশে প্রবেশ করতে না পারে এবং দেশের ভেতরে ছড়িয়ে পড়তে না পারে।’

এত অভিযানের পরও মাদক দেশে প্রবেশ করছে, এমন তথ্য জানালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবেই চেষ্টা করবে মাদক ছড়িয়ে দিতে। আমরাদেরও অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান মাদকের সহজলভ্যতা প্রতিরোধ করবে। আগের মতো মাদক সহজলভ্য আর কখনও হবে না, এমন ঘটবে না।’ বর্তমান অভিযানের সফলতা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে দেশের কারাগারে অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে। এটাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সফলতা। গত বছর চার কোটি ইয়াবা ধরা পড়েছে। মাদক প্রতিরোধে আমাদের সদিচ্ছা রয়েছে। এই আন্তরিকতার সুফল পাওয়া যাবে।’

মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ নিহতের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক  বলেন, ‘যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে যান, তখন তারা আক্রমণের শিকার হন। তখনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর মাধ্যমে মাদক ব্যবসায়ীরা একটা বার্তা পাবেন। যার মাধ্যমে তাদের মনে ভীতির সৃষ্টি হবে। মাদক ব্যবসায়ীরা সাচ্ছন্দ্য জীবন যাপন করবে, তা হবে না। এটা আমরা প্রত্যাশা করি না। তারা দেশের শত্রু, সমাজের শত্রু। এই অপরাধীদের সমূলে বিনাশ না হওয়া পর্যন্ত আমরা সরকারকে সহযোগিতা করবো। মাদক ব্যবসায়ী যতবড় প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। বর্তমান অভিযান তাদের জন্য বার্তা।’

প্রসঙ্গত, গত ছয়দিনে পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন র‌্যাবের সঙ্গে, বাকি পাঁচজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে   আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে। 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন