X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শিশু জিসানের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ২০:০৬আপডেট : ২২ মে ২০১৮, ২০:০৬

হাইকোর্ট

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের পাশের খালে পড়ে জিসান (৫) নামের এক শিশুর প্রাণহানির ঘটনায় তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রাজউক, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট আট বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে মাস্টার প্ল্যান অনুযায়ী ঢাকার সব খাল, ডোবা-নালা, জলাধারের তালিকা করে এসব ঘিরে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কী পদক্ষেপ নেবে সে বিষয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রাজউক, ওয়াসা, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারিসহ আদেশ দেন।

আদালতে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী আবদুল হালিম।

প্রসঙ্গত, এর আগে গত ৯ মার্চ রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের পাশের খালে পড়ে জিসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়। প্রথমে শিশুটি নিখোঁজ হয়। পরে রাত সোয়া ১০টার দিকে খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে ভাড়া থাকেন। ৯ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে খালে বল পড়ে গেলে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায় জিসান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জিসানকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে রাত সোয়া ১০ টার দিকে খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা