X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চোরাই মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৯:২২আপডেট : ২৩ মে ২০১৮, ১৯:২৭

উদ্ধার করা মোটরসাইকেল

মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চোরদের একটি সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম।

মঙ্গলবার (২২ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক  করা হয়।

আটক ব্যক্তিরা হলো—  রফিক, মো. মানিক, আব্দুল আলীম, হাসান মৃধা, মোহাম্মদ আলী ও চান মিয়া। এসময় তাদের কাছ থেকে ১১টি চোরাই মোটরসাইকেল, দুটি সিএনজি, একসেট পাঞ্চ মেশিন, পুলিশের পাঁচ সেট পোশাক, একটি হ্যান্ডকাপ, ২০টি চেতনা নাশক ট্যাবলেট, দুটি সিরিঞ্জ ও তিন প্যাকেট প্রাণ জুস উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তর বিভাগের এডিসি নিশাত রহমান মিথুন বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও সিএনজি চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। আটক রফিক ও মানিক মোটরসাইকেল চুরির পর আসামি আব্দুল আলীমের কাছে বিক্রি করে। পরবর্তীতে আব্দুল আলীম তার সহযোগী হাসান মৃধার মাধ্যমে মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিক্রি করে।

আটক  ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আলী ও চান মিয়া পুলিশ সেজে সিএনজি ছিনতাই করতো বলে জানান এডিসি নিশাত রহমান। আটক  দুই আসামির বরাত দিয়ে তিনি বলেন, ‘এরা পুলিশ সেজে তাদের একজন সিভিল সহযোগীকে আসামি হিসেবে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরিয়ে সিএনজিতে ওঠে। কিছু দূর যাওয়ার পর তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী পূর্ব নির্ধারিত স্থানে সিএনজি থামায়। সেখানে নেমে তারা চা-জুস-সিদ্ধ ডিম জাতীয় খাবার খায়। আর তখনই কৌশলে সিএনজি চালকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। এরপর পুলিশের পোশাক পরে বিশ্বস্ততা অর্জন করে এবং তাদের সঙ্গে চালকেও খাবার খেতে আমন্ত্রণ জানায়। সিএনজিচালক রাজি হলে ট্যাবলেট মেশানো খাবার খাইয়ে তাকে অজ্ঞান করে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আর সুবিধাজনক স্থানে ফেলে যায় চালককে।’ আইট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উদ্ধার করা দুটি সিএনজি অটোরিকশা

উদ্ধার করা চোরাই মোটরসাইকেল ও সিএনজির নাম, ইঞ্জিন ও চেসিস নাম্বারগুলো হলো—

১. একটি পুরনো ব্লু রংয়ের SUZUKI GIX-XER-155সিসি মোটরসাইকেল, ঢাকা মেট্রো-ল-২৬-৮৭৪৬ চেসিস- MB8NG4BBCG9101871 ইঞ্জিন- BGA1-2753375।

২. একটি  ব্লু-সাদা রংয়ের  DISCOVER-100 সিসি মোটরসাইকেল, রেজিস্ট্রেশনবিহীন, চেসিস-‡Pwmm-DSJBME68676, ইঞ্জিন- SGBME80884।

৩. একটি কালো রংয়ের DISCOVER-100 সিসি মোটরসাইকেল, রেজিস্ট্রেশনবিহীন, চেসিস- MD2A14AZ8DNB94644,  ইঞ্জিন নম্বর- অস্পষ্ট।

৪. একটি  লাল-কালো রংয়ের PULSAR-150 সিসি মোটরসাইকেল,রেজিস্ট্রেশনবিহীন, চেসিস- MD2A11CY5HWA89871, ইঞ্জিন- DHYWHA65451 ।

৫. একটি ব্লু রংয়ের  SUZUKI GIX-XER-155 সিসি মোটরসাইকেল,রেজিস্ট্রেশনবিহীন, চেসিস- MB8NG4BBMF8135104 , ইঞ্জিন নম্বর- BGA1-227188।

৬. একটি  টিয়া কালারের APACHI RTR-150 সিসি মোটরসাইকেল, রেজিস্ট্রেশনবিহীন, চেসিস নম্বর- MD62 অস্পষ্ট H017D2027582।

৭. একটি HERO SPELENDER-100 সিসি মোটরসাইকেল, রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-হ-২৯-১০১২, চেসিস- 04F16F29982, ইঞ্জিন নম্বর- অস্পষ্ট।

৮. একটি কালো রংয়ের CBZ-150 সিসি মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-ল-১৯-১৯৯৯, চেসিস নম্বর- অস্পষ্ট ০২৩৩৩, ইঞ্জিন নম্বর- অস্পষ্ট ।

৯. একটি ব্লু রংয়ের APACHI RTR-150সিসি মোটরসাইকেল, যাহা রেজি. বিহীন, চেসিস- MD624HC1XH2G72160, ইঞ্জিন নম্বর- C1G7263392।

১০. একটি মেট কালারের APACHI RTR-150 সিসি মোটরসাইকেল, যাহা রেজিস্ট্রেশন বিহীন, চেসিস- MD624HC16H2G69840

১১. একটি  লাল কালারের APACHI RTR-150 সিসি মোটরসাইকেল, যাহা রেজিস্ট্রেশন বিহীন, চেসিস- MD624HC11F2F01885, ইঞ্জিন নম্বর-অস্পষ্ট।

১২. একটি সবুজ রংয়ের পুরনো সিএনজি অটোরিকশা, রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা-থ-১১-৫৩৪৫, চেসিস- MD2A44AZ5DUF46242।

 

 

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস