X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের তিন সপ্তাহ পর ২ শিশু উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ০৩:১৪আপডেট : ২৪ মে ২০১৮, ০৩:১৪

পিবিআই

ঢাকা জেলার দোহার থানার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ এপ্রিল অপহরণ হওয়া দুই শিশু রশারিয়া ইসলাম ওরফে হিমু (৯) ও হিসাম আহম্মেদ (৪) কে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২২ মে) দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করা হয়। 

বুধবার (২৩ মে) বিকালে পিবিআই ঢাকা মেট্রো’র বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ঢাকার দোহার থানার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ ২ শিশুকে উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান- তদন্তে আমরা জানতে পারি, ২০০৭ সালে ৪ মার্চ মো. হেলাল আহম্মেদের সঙ্গে লাকি রহমানের (৩৫) বিয়ে হয়। সংসারে তাদের এক মেয়ে হিমু (৯) এবং ছেলে হিসাম (৪) রয়েছে। পরবর্তীতে পারিবারিক জীবনে অশান্তি এবং কলহের কারণে গত ২০১৭ সালের ১৬ আগস্ট মাসে হেলালের সঙ্গে লাকির বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে লাকি রহমান তার সন্তানদের নিয়ে কদমতলী থানার সরাই মসজিদের পাশে তার ভাইয়ের বাসায় বসবাস করেন। এ বছরের ২৮ এপ্রিল বিকাল ৪টার দিকে লাকি রহমানের দুই সন্তানকে অপহরণ করা হয়। এই ঘটনার সঙ্গে ভিকটিমদের চাচা মো. লিটন মৃধা (৩৫) ও মোহাব্বত আলীর (৩০) সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।  

উল্লেখ্য, ২৮ এপ্রিল বিকাল ৪টার দিকে কদমতলী এলাকার সরাই মসজিদের পাশে বাসার সামনে রাস্তায় খেলার সময় অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তি  রশারিয়া ইসলাম ওরফে হিমু (৯) ও হিসাম আহম্মেদ (৪) কে অপহরণ করে। ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজার পরও তাদের সন্ধান পায়নি। পরে দুই শিশুর মা লাকি রহমান বাদী হয়ে আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫৪/১৮। হিমু কদমতলী এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। 

 

 

/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!