X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘অতিরিক্ত যে ভাড়া নেওয়া হয়, তা কিন্তু চাঁদাবাজদের পকেটে যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৭:৪৪আপডেট : ২৪ মে ২০১৮, ১৭:৪৬

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন) বলেন, ‘দুনিয়ার চাঁদাবাজরা কিন্তু এক। তাদের ভেতর কোনও ভেদাভেদও নেই। সরকারি লোক হোক অথবা বিরোধী দলের হোক। তারা একে অপরের সঙ্গে এই একটি জায়গায় খুব মিল করে চলেন। মতিঝিল থেকে ঢাকা এক এক বাসে এক রকম ভাড়া। এই টাকা কোথায় যায়? সব চাঁদাবাজদের পকেটে। দিন শেষে এই টাকাগুলো চাঁদাবাজদের পকেটে যায়। অতিরিক্ত যে ভাড়া নেওয়া হয়, তা কিন্তু চাঁদাবাজদের পকেটে যায়।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাস, গণপরিবহন এবং...’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

তিনি বলেন, ‘একজন শ্রমিক নেতা যদি ২০০ কোটি টাকার মালিক হন, বাড়ি গাড়ির হিসাব না থাকে; তাহলে শ্রমিকদের উন্নয়ন কখনো হবে না। আমার কাছে জানতে চান, আমি দেখিয়ে দিতে পারি কে কে টাকার পাহাড় গড়েছেন। সরকার এখানে কেন চুপ?  স্বরাষ্ট্রমন্ত্রণালয় কেন চুপ? এই দুর্নীতি বন্ধ করে না কেন?

মোহাম্মদ হানিফ (খোকন) বলেন, ‘বাংলাদেশের যে মালিক-শ্রমিকের ঐক্য; তা কাদের সঙ্গে ঐক্য? আমাদের সঙ্গে কিন্তু ঐক্য না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেড়ারেশনের সঙ্গে সরকারের দুই জন মন্ত্রী সম্পৃক্ত। মালিক সমতির একজন এবং শ্রমিক সংগঠনের একজন। একাত্তার টেলিভিশনের একটি প্রোগ্রামে মশিউর রহমান রাঙ্গা ভাই বললেন, আমি আর শাজাহান ভাই বসে নির্ধারণ করে দেবো— কোন জায়গায় কত চাঁদা আদায় করবে। শ্রম আইনে রাস্তায় চাঁদা ওঠানোর কোনও বিধান নেই।’

তিনি বলেন, ‘কক্সবাজার থেকে নরমাল চেয়ারকোচে ঢাকায় আসতে লাগে ৮শ টাকা। কিন্তু এসি বাসে ২ হাজার টাকা। এত বাড়তি টাকা কেন? এই টাকা কার পকেটে যায়? মালিক কিন্তু ড্রাইভারকে মাসিক বেতন দেয় না। চুক্তিতে ট্রিপ অনুযায়ী দেয়। বিআরটিএ বারবার বিজ্ঞপ্তি দিয়ে বলছে এক নাগাড়ে কোনও চালক ৫ ঘণ্টার বেশি বাস চালাতে পারবে না। কিন্তু, তা কি মানা হচ্ছে? একজন চালক যদি ২৪ ঘণ্টা স্টিয়ারিংয়ে বসে থাকে, তাহলে তার হাত পা তো কাজ করার কথা না। তখন তো সে মানুষ থাকে না। দুর্ঘটনা কেন ঘটবে না। কিন্তু, ওই চালকের যদি শ্রম আইন অনুযায়ী মাসিক বেতন থাকে, তাহলে তো এমনটি হতো না। কন্তিু মালিক তো সেই আইন অনুযায়ী তাকে বেতন দিচ্ছে না। তখন তাকে বেশি বেশি টাকার জন্য বেশি বেশি ট্রিপ দিতে হয়।’

মোহাম্মদ হানিফ (খোকন) আরও বলেন, ‘আমরা শ্রমিক লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বারবার স্মারকলিপি দিয়েছি।  সেতুমন্ত্রীসহ সবাইকে বলেছি, পত্রিকাতেও বলেছি। কিন্তু, কোনও লাভ তো হচ্ছে না। আমি বলতে চাই— সরকারের কাছে বারবার আবেদন করছি নিবেদন করছি, চাঁদাবাজি হয়রানি বন্ধ করুন। দুর্নীতি দমন কমিশন এত কছিু নিয়ে অনুসন্ধান করেন, এই খাত নিয়ে কেন করেন না? সরকার কেন স্টেপ নেন না? আমরা সেন্ট্রাল ইউনিয়ন, আমাদেরকে চাঁদা দিতে হয়।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী, গাজী টিভি ও সারাবাংলা’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন: ‘চাঁদা দেওয়া বন্ধ না হলে এমন বেপরোয়া পরিস্থিতিও চলতেই থাকবে’ 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি