X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকির দায়ে দু’জনের সাত বছরের জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ২০:০২আপডেট : ২৪ মে ২০১৮, ২০:১২

আদালত

শুল্ক ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ লাখ ৯০ হাজার ৮০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় দেন। দুদকের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– মেসার্স জেসী নিটওয়্যার লিমিটেডের পরিচালক সেলিম আহমেদ ও মো. কামরুল ইসলাম।

আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

মামলার এজাহার থেকে জানা যায়, মেসার্স জেসী নিটওয়্যার লিমিটেড শতভাগ রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কাস্টমস বন্ড হাউজ থেকে লাইসেন্স নেয়। এরপর ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯৭ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে তিনটি বিল অব এন্ট্রি মূলে আমদানি করা কাপড়ের মধ্যে ১০ লাখ ৫৮ হাজার ৯২৭ গজ কাপড় দিয়ে কোনও পোশাক তৈরি ও রফতানি না করে ওই কাপড়ের জন্য সরকারের প্রাপ্য শুল্ক বাবদ পাঁচ লাখ ৯০ হাজার ৮০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। এ ঘটনায় ২০১২ সালের ৮ আগস্ট রাজধানীর রমনা থানায় দুদক পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা  এ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র  দাখিল করেন।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি