X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশে থাইরয়েড সমস্যায় পাঁচ কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২০:৩৭আপডেট : ২৫ মে ২০১৮, ২০:৪১

সংবাদ সম্মেলন বাংলাদেশে থাইরয়েড হরমোনজনিত রোগীর সংখ্যা প্রায় ৫ কোটি। যাদের মধ্যে প্রায় ৩ কোটি জানেনই না, তাদের এই সমস্যা রয়েছে। নারীদের থাইরয়েড হরমোনজনিত সমস্যা পুরুষের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিইএসের সভাপতি অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিইএস এর সাংগঠনিক সম্পাদক ডা. শাহজাদা সেলিম বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা নারীদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, তাদের ২০ থেকে ৩০ শতাংশের কোনও না কোনও থাইরয়েড হরমোনজনিত সমস্যা রয়েছে। আর গ্রামের পরিস্থিতির কোনও রেকর্ড নেই। তবে ধারণা করা যায়, সেখানকার অবস্থা আরও করুণ।’

বিইএসের সভাপতি অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলেন, ‘বাংলাদেশে ৬টি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু উন্নত বিশ্বে সাতটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সপ্তমটি হচ্ছে থাইরয়েড হরমোনবিষয়ক তথ্য অধিকার। যেকোনও দেশে এই বিষয়টি প্রতিষ্ঠা করা খুবই সহজ একটি কাজ।’ তিনি বলেন, ‘থাইরয়েডজনিত রোগ বিশ্বের এক নম্বর রোগ। এটি প্রতিরোধে সচেতনতা জরুরি।’

থাইরয়েড দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও ঢাকা মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগ যৌথভাবে শনিবার (২৬ মে) ঢাকা মেডিক্যাল কলেজের গ্যালারি ১-এ বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করবে। এতে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ কর্মরত চিকিৎসকরা অংশগ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ’আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ’আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও