X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে’

ঢাবি প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০০:৩৯আপডেট : ২৭ মে ২০১৮, ০০:৪১

ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে পথনাটক ইসরাইলি বাহিনী টার্গেট করে ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যা করছে। আর পেছনে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফিলিস্তিন একাত্তরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। এখন সময় এসেছে তাদের পক্ষে দাঁড়ানোর। ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেছেন সচেতন নাগরিকরা।

শনিবার (২৬ মে) বিকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশের অংশ হিসেবে গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে ইসরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

প্রাচ্যনাট নাট্যদলের পথনাটকের মধ্যদিয়ে এই আয়োজন শুরু হয়। এতে গান পরিবেশন করেন— সৈয়দ ফরহাদ, তুহিন কান্তি দাস ও মূসা করিম।

এসময় ‘প্যালেস্টাইন সংহতি পরিষদ’র নেতা হাসান তারিখ চৌধুরী বলেন, ‘বিশ্ব আমাদের মানবতার কথা ও বলে সভ্যতার কথা বলে। কিন্তু তারা ফিলিস্তিনে এ কেমন মানবতার পরিচয় দিচ্ছে। ইসরাইলি বাহিনী টার্গেট করে করে নিরীহ মানুষদের হত্যা করছে। আর পেছনে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফিলিস্তিন একাত্তরে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। আমাদের এখন সময় এসেছে তাদের পক্ষে দাঁড়ানোর।’

ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ বলেন, ‘১৯৪৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। নানা সময় নানা কারণ দেখিয়ে তারা নির্যাতন চালাচ্ছে। সম্প্রতি মার্কিন দূতাবাস স্থাপনকে কেন্দ্র করে আবারও নিরাপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে। গত কয়েক দিনে প্রায় ১০০ এর ওপরে মানুষ হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— ছাত্রনেতা সরকার আল ইমরান, বাসদ নেতা খালেকুজ্জামান মিলন, ছাত্রফ্রন্ট নেত্রী মনিষা চক্রবর্তীসহ অনেকে।

 

/এসআইআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!