X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ব্যানার’ টানিয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে ফের ক্ষমা চাওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ০১:৫২আপডেট : ২৮ মে ২০১৮, ০১:৫২

‘ব্যানার’ টানিয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে ফের ক্ষমা চাওয়ার নির্দেশ শতবর্ষী শ্মশান দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুল হককে ভর্ৎসনা করে আবারও ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামি ৩০ মে’র মধ্যে তাকে শ্মশানে ব্যানার টানিয়ে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে আগামী ২৭ মে আদালত মামলার পরবর্তী আদেশের দিন ধার্য রেখেছেন।
রবিবার (২৭ মে) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে ছিলেন এ মামলার রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে আজিজুল হকের পক্ষে ছিলেন আইনজীবী লায়েকুজ্জামান মোল্লা।
শ্মশানের জায়গা দখলের ঘটনায় আজিজুল হককে এর আগে গত ২০ মে স্থানীয় জনগণের কাছে ব্যানার টানিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। পরে তিনি ব্যানার টানিয়ে জনগণের কাছে মৌখিকভাবে ক্ষমা চাইলেও ব্যানারে ‘ক্ষমা চাই’ শব্দটির উল্লেখ ছিল না। তাই শুনানিতে বিষয়টি আদালতের নজরে আসে। এসময় আজিজুল হক ক্ষমা চাওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেন। এরপর আদালত ৩০ মে’র মধ্যে তাকে পুনরায় ‘ক্ষমা চাই’ উল্লেখ করে ব্যানার টানিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দেন।
প্রসঙ্গত, শতবর্ষী শ্মশান দখলের অভিযোগে এর আগে গত ১৩ মে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুল হককে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
এছাড়াও আদালতের অপর এক আদেশে কেন তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়েও তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
এক রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের শুনানি নিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রুলের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৬ জুন একটি জাতীয় দৈনিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুল হকের বিরুদ্ধে স্থানীয় শতবর্ষী শ্মশানের জায়গা দখল করা নিয়ে খবর প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট দায়ের করে। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের ৩১ জুলাই আদালত রুল জারি করেন।
রুল জারির পাশাপাশি আদালত এক আদেশের মাধ্যমে শ্মশান দখল ও সেখানকার নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি জেলা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরে তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পেলেও এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি আদালতে চলমান থেকে যায়।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা