X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাওয়ার গ্রিডের সাবেক উপ-ব্যবস্থাপকের ৩ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:১৭

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সাবেক উপ-ব্যবস্থাপক  মো. আরশাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশও  দেওয়া হয়েছে। সোমবার ঢাকার  বিশেষ জজ আদালত ১-এর বিচারক মো. আতাউর রহমান এ  রায়  ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

বেঞ্চ সহকারী বলেন, ‘আদালত ১১ জুনের মধ্যে এ জরিমানার টাকা আদায়ের নির্দেশ দিয়েছেন। আসামি জরিমানা জমা দিতে ব্যর্থ হলে রাষ্ট্রপক্ষকে আসামির স্থাবর-অস্থাবর সম্পদ থেকে জরিমানা আদায়ের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, মো. আরশাদ হোসেনের বিরুদ্ধে ২০১০ সালে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যাকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন। তিনি অনুসন্ধান শেষে আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দাখিল করেন তিনি। এরপর দুদক আসামিকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়।

২০১০ সালের ২ মে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীর স্বাক্ষরে সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করা হয়। ৪ মে আসামি নিজে স্বাক্ষর করে সম্পদ বিবরণীর নোটিশ গ্রহণ করেন। ১১ মে আসামি সম্পদ বিবরণী দাখিলের জন্য আরও সাত দিন সময় চেয়ে কমিশনে আবেদন করেন তিনি। কমিশন তার আবেদন মঞ্জুর করে। এরপর সম্পদ বিবরণী দাখিলের জন্য আরও সাত কার্যদিবস সময় দেওয়া হয়। ২৩ মে বর্ধিত সময়ের মেয়াদ শেষ হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৮ জুন কমিশন আরশাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়। ২৯ জুন রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলাটি দায়ের করা হয়।

পরবর্তী সময়ে এ মামলা নিয়ে উচ্চ আদালতে রিট করেন আসামিপক্ষ। সেই রিট ভ্যাকেট হওয়ার পর ২০১১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত শুরু করে দুদক। তদন্ত শেষে ২০১২ সালের ৫ আগস্ট দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এ মামলায় আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট  দাখিল করেন।

 

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!