X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

৭ দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে অর্থনৈতিক অঞ্চলে

সঞ্চিতা সীতু
০৬ জুন ২০১৮, ১৯:০৭আপডেট : ০৭ জুন ২০১৮, ১০:০০

 





বিদ্যুৎ

আরও সহজ করা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সংযোগের বিষয়টি। কাগজপত্র সব ঠিক থাকলে সাত দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। শিল্পাঞ্চলের বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা বেগম বলেন, ‘আমরা বিষয়টি সম্ভব মনে করছি। সব কাগজপত্র ঠিক থাকলে ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া কোনও কঠিন বিষয় নয়। বিতরণ কোম্পানিগুলোকে সেভাবেই নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।’
শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে সংযোগের আবেদন করার ২৮ দিনের মধ্যে সংযোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে তা আরও কমে ৭ দিন করা হলো।
বিদ্যুৎ বিভাগ জানান, গত এপ্রিলে বিদ্যুৎ সংযোগের জন্য সারাদেশে শিল্প মালিকরা ৩৩০টি আবেদন করে। এরমধ্যে ২৮ দিনের মধ্যে ১৩৪ জনকে সংযোগ দেওয়া হয়েছে। আর ১৭৭টি আবেদনই পড়েছিল। অর্থাৎ সময় বেঁধে দেওয়ার পরও আবেদনের সুরাহা হয় না। তাই সময় আরও কমিয়ে কাজ দ্রুত করার উদ্যোগ নেওয়া হলো।
রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ সূত্র বলছে, দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ এতে ইতিবাচক সাড়া দিয়েছে।
বিদ্যুৎ বিভাগ দেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ৪২টি ইপিজেডেই বিদ্যুৎ সংযোগ দিতে পিজিসিবি’র ২২টি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর বাইরে ১০টি গ্রিড উপকেন্দ্রের বিদ্যমান ক্ষমতার উন্নয়ন করা হচ্ছে।
এসব এলাকায় শতভাগ শিল্পায়ন হলে প্রায় তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুতের চাহিদা তৈরি হবে। এরমধ্যে সরকারি ৩১টি শিল্পপার্কের জন্য দুই হাজার ৪০০ মেগাওয়াট এবং বেসরকারি ইপিজেডগুলোর জন্য ৫২৭ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। বর্তমানে দেশে ২১টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন এই সিদ্ধান্তটি বেজাকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনৈতিক অঞ্চলগুলোর বেশিরভাগই পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর অধীন এলাকায় অবস্থিত। এই বিষয়ে আরইবি জানায়, তিন ধাপে অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা করেছে তারা। কোনও কোনও শিল্প এলাকায় প্রাথমিক সংযোগও দেওয়া হয়েছে। মূলত ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ কাজের জন্য ওই সংযোগ দেওয়া হয়েছে। গত দুই বছরে ৪২টি ইপিজেড’র অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এরপর ২০১৭-১৮ অর্থবছর থেকে এসব ইপিজেজে শিল্প স্থাপনের কাজ শুরু হয়েছে। রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ আশা করছেন, ২০২৫ সালের মধ্যে এসব ইপিজেডে শতভাগ শিল্পায়ন ঘটবে।

/এসটি/ টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ