X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

গায়ক আসিফের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১২:১৪আপডেট : ১১ জুন ২০১৮, ১৩:৩১

 

আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১১ জুন) ঢাকা মহানগর আদালতের বিচারক কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম এই তথ্য জানান। তিনি বলেন, ‘বিচারক আদেশে বলেছেন, আসামি আসিফ পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিনে থাকবেন।’

আসামি পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী নুশরাত জাহান। রাষ্ট্র পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

এর আগে গত বুধবার (৬ জুন) ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে এফডিসি সংলগ্ন তার স্টুডিও থেকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় (নম্বর ১৪) তাকে গ্রেফতার করা হয়।

এজাহার থেকে জানা যায়, গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সার্চলাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, কণ্ঠশিল্পী আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রা. লি. কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লি., গাক মিডিয়া বাংলাদেশ লি. ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়ালপেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

এজাহারে শফিক তুহিন আরও বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির ওই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাত ৯টা ৫৯ মিনিটে আসিফ আকবর তার প্রায় ৩২ লাখ লাইক সমৃদ্ধ ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন।

মোট ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওর ২২ মিনিট থেকে তার (শফিক তুহিন) বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন। ভিডিওতে আসিফ আকবর তাকে (শফিক তুহিন) শায়েস্তা করবেন এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। এই নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়। আসিফ আকবরের এই বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছেন। তিনি উসকানি দিয়েছেন। এতে তার (শফিক তুহিন) মানহানি হয়েছে।

আরও পড়ুন: 

কারাগারে গায়ক আসিফ
গায়ক আসিফ গ্রেফতার

 

 

/টিএইচ/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাষির গোয়াল থেকে ব্যাংকারের ঘরে, লালবাবুর কোরবানি যাত্রা
চাষির গোয়াল থেকে ব্যাংকারের ঘরে, লালবাবুর কোরবানি যাত্রা
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
ইসরায়েল-লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা,  সতর্ক নেতানিয়াহু সরকার
ইসরায়েল-লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা, সতর্ক নেতানিয়াহু সরকার
চামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
রংপুরে কোরবানিচামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ