X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরিফ দুই হত্যা মামলার আসামি: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ২২:১১আপডেট : ১১ জুন ২০১৮, ২২:২১

বন্দুকযুদ্ধ রাজধানীর ভাটারায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরিফ উদ্দিন ওরফে বদ্দিন (২৮) দুটি হত্যা মামলার আসামি ছিল। এছাড়াও সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

রবিবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে ভাটারার একশ ফুট সড়ক সংলগ্ন গরুর হাট এলাকায় ডিবি পুলিশ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ নিহত হয়।

পুলিশ জানায়, গতবছর বনানীতে জনশক্তি রফতানিকারক ব্যবসায়ী সিদ্দিক মুন্সি (৫৫) এবং এ বছর বাড্ডার মাছ ব্যবসায়ী আবুল বাশার ওরফে বাদশা (৩২) হত্যা মামলার অন্যতম আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরিফ।

গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানীর বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে এস মুন্সি ওভারসিস নামক প্রতিষ্ঠানে ঢুকে সিদ্দিক মুন্সিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আহত হন ওই প্রতিষ্ঠানের তিনজন। ডিবি পুলিশ জানায়, সিদ্দিক মুন্সিকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এই শরিফ উদ্দিন।

এর আগেও ব্যবসায়ী সিদ্দিক হত্যার সঙ্গে জড়িত সাদ্দাম হোসেন (২৫) ও আল আমিন (৩২) নামের দুই আসামি ওই বছরের ডিসেম্বরে পুলিশর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হেলাল উদ্দিনকে গত ডিসেম্বরে গ্রেফতার করা হয়। সিদ্দিক মুন্সি হত্যায় গ্রেফতার অন্যান্য আাসামির স্বীকারোক্তিতেও শরিফ উদ্দিনের নাম এসেছে।

ডিবির উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বলেন, ‘শরিফ মাদক ব্যবসায়ী ছিল। এছাড়া, সে জনশক্তি রফতানিকারক ব্যবসায়ী সিদ্দিক মুন্সি ও মাছ ব্যবসায়ী আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সিদ্দিক মুন্সি হত্যার ঘটনায় গ্রেফতার আসামিরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে শরিফের জড়িত থাকার কথা জানিয়েছিল।’

অন্যদিকে, এ বছরের ১৭ ফেব্রুয়ারি দুপুরে মেরুল বাড্ডার মাছবাজারের ভেতরে আবুল বাশার বাদশা (৩২) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম নূরা নামে একজনকে আটক করে মাছবাজারের ব্যবসায়ী ও কর্মচারীরা। পরে নূরা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। বাদশা হত্যা মামলার আসামিও ছিল এই শরিফ উদ্দিন।

ডিবি পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান শুরু হলে শরিফ গা-ঢাকা দেয়। কিন্তু ঈদের আগ মুহূর্তে বিকাশের টাকা ছিনতাই, চাঁদাবাজি, হত্যার মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল তার। সন্ত্রাসী জিসানের নামে চাঁদাবাজি সে।

ডিসি মশিউর রহমান বলেন, ‘টার্গেট কিলিং বা পরিকল্পিত হত্যার জন্য কয়েকজন ভাড়াটে খুনি জড়ো হয়েছে–এমন খবর পেয়ে ডিবির একটি দল রবিবার গভীর রাতে বাড্ডা এলাকায় যায়। সেখানে একটি টং ঘর থেকে বেরিয়ে ওই সন্ত্রাসীরা দৌড় দেয়। এ সময় ডিবির দলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিও ছোড়ে। ডিবিও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় একজনকে পাওয়া যায়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাকে শরিফ বলে নিশ্চিত হওয়া গেছে।’ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে তিনি জানান।

সোমবার রাত পর্যন্ত নিহত শরিফের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা ছিল। তবে হাসপাতালে তার পরিবারের কাউকে দেখা যায়নি।

নিহত শরিফ উদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর এলাকায়। তবে সে ছোটবেলা থেকেই ভাটারা এলাকায় থাকতো।

/এআরআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা