X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধ অস্ত্র ব্যবসা, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ১৪:১৭আপডেট : ১৫ জুন ২০১৮, ১৪:১৭

উদ্ধার হওয়া অস্ত্র বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধ অস্ত্র মজুত ও দেশের জলদস্যুদের কাছে সেইসব অস্ত্র বিক্রি করার অপরাধে মো. বাবুল মিয়া (৫৭) নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সিটিটিসি'র প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতার বাবুল মিয়া মেসার্স নেত্রকোনা আর্মস কোং এর স্বত্ত্বাধিকারী।

মনিরুল ইসলাম বলেন, ‘গত ১১ জুন মহাখালী বাস টার্মিনাল থেকে মো. বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, একটি রিভলবার ও ১২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।'

গ্রেফতার বাবুল মিয়া সিটিটিসি প্রধান বলেন, ‘বাবুল মিয়া তাকে গ্রেফতারের সময় উদ্ধারকৃত অস্ত্রের কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এরপর ১৪ জুন ময়মনসিংহের চুরখাইতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় সিটিটিসি। তার বাড়ির মাটির নিচ থেকে কাগজপত্রবিহীন আরও ৮টি অস্ত্র ও ১ হাজার ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘বাবুল মিয়া লাইসেন্সধারী বৈধ অস্ত্র ব্যবসায়ী।  তবে তার দোকানে কেবল একটি বৈধ অস্ত্র আছে দীর্ঘদিন ধরে। তাও বিক্রি হয় না। অনেকদিন তার রেজিস্টারে কোনও অস্ত্রের বেচাকেনা নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্টারেও বৈধ লাইসেন্স বিক্রির কোনও রেকর্ড নেই।’

উদ্ধার হওয়া অস্ত্র তিনি আরও বলেন, ‘মোহাম্মদ আলী বাবুলের আগ্নেয়াস্ত্রের বৈধ ডিলারশিপ থাকলেও বেশি মুনাফার লোভে দীর্ঘদিন ধরে সে অবৈধ উপায়ে অস্ত্র বেচাকেনা করে আসছিল। ময়মনসিংহ ,রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার কয়েকজন বৈধ আগ্নেয়াস্ত্র ডিলারের সঙ্গে তার অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্য পাওয়া গেছে। বাবুলের বাড়িতে উদ্ধারকৃত অস্ত্রের সিংহভাগ খুলনার ডিলারের মাধ্যমে সুন্দরবনের জলদস্যুদের হাতে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছিল।’

মনিরুল ইসলাম বলেন,  ‘এর আগে, গত ১৫ জুন ডা. মো. জাহিদুল আলম কাদিরকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে সিটিটিসি। এরপর ৩ জুন তার স্ত্রী মাসুমা আখতারকে গাবতলী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ডা. জাহিদুরের ময়মনসিংহের বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।  জাহিদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অস্ত্রের বৈধ ডিলার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের তালিকা পায়, যাদের কাছ থেকে তারা অস্ত্রগুলো উদ্ধার করে।  এরই ধারাবাহিকতায় বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বনানী থানায় মামলা হয়েছে।’

/এআরআর/এসএসএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা