X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফরহাদ আলী’র দুই হত্যাকারীকে শনাক্ত, চলছে গ্রেফতারের চেষ্টা

রাফসান জানি
১৮ জুন ২০১৮, ০২:৩৮আপডেট : ১৮ জুন ২০১৮, ০২:৫৪

ফরহাদ আলী হত্যাকাণ্ডের দুই হত্যাকারী রাজধানীর উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী হত্যাকাণ্ডে অংশ নেওয়া দু’জনকে শনাক্ত করেছে পুলিশ। জানা গেছে, তাদের নাম জুয়েল ও মিরাজুল। ঘটনাস্থলের পাশের ভবনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা দু’জনকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দুজন যুবক দৌঁড়ে পালাচ্ছে। সাদা টি-শার্ট পড়া জুয়েল সামনে এবং লাল টি-শার্ট গায়ে মিরাজুল পেছনে ছিল। এদের মধ্যে জুয়েলের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

শনাক্ত হওয়া দু’জনের পরিচয় সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের একাধিক কর্মকর্তা জানান,জুয়েল ও মিরাজুল দু’জনকেই ঘটনার বেশ কিছুদিন আগে থেকে বাড্ডা এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। স্থানীয়দের মাধ্যমে তাদের নাম জানা গেছে। তবে তারা বাড্ডায় স্থায়ীভাবে বসবাস করেন না।

এর আগে শুক্রবার (১৫ জুন) দুপুরে জুমার নামাজ শেষে স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হওয়ার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ফরহাদ আলী। পরে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় রবিবার বিকাল ৬টা পর্যন্ত কোনও মামলা হয়নি। মামলা না হলেও হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। শনাক্ত হওয়া দু’জনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।  

হত্যার মূল কারণ সম্পর্কে পুলিশের  ঊর্ধ্বতন কর্মকর্তারা সুস্পষ্টভাবে কিছু না বললেও বেশ কিছু বিষয়কে সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলে জানিয়েছেন তারা। এসব বিষয়ের মধ্যে রয়েছে, স্থানীয় অটো ও ভাসমান ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ, ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে  ফরহাদ আলী’র মনোনয়ন চাওয়া। এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে ফরহাদ আলীকে হত্যার পেছনে অনেকগুলো কারণ নিয়ে পুলিশ তদন্ত শুরু করলেও ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বের অভিযোগের কথা জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহতের ভাগ্নে হীরা ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও সন্দেহ করছি ডিস ব্যবসার কারণে মামাকে হত্যা করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করা হবে।’

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বাড্ডা  থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফরহাদ আলীকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় দু’জন হামলাকারীকে দেখা গেছে। ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনও দু’জনকে পালিয়ে যেতে দেখেছেণ। আমরা এই দু’জনের বিস্তারিত পরিচয় সম্পর্কে জানার জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

শনাক্তকারী দু’জনকে গ্রেফতার করা গেলেই হত্যাকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে তা জানা যাবে বলে জানান ডিএমপি বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল করিম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর আমরা খোঁজখবর নিচ্ছি। তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না। যে দুজনকে শনাক্ত করেছি, তাদেরকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি। তাদের গ্রেফতার করা গেলেই পুরো বিষয় সম্পর্কে জানা যাবে।’

/আরজে/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা