X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধানমন্ডিতে এবার টানা পার্টির শিকার জার্মান তরুণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ২১:০৮আপডেট : ১৮ জুন ২০১৮, ২১:১৮





সুইন্ডে উইদারল্যান্ড (ছবি- সংগৃহীত) ঢাকায় ফটোগ্রাফির ছয় মাসের একটি কোর্স করতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক জার্মান তরুণী। তার সঙ্গে থাকা ল্যাপটপ, হার্ডডিস্ক ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে ছিনতাইকারীরা। এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল লতিফ বলেন, ‘গত বৃহস্পতিবার (১৪ জুন) জার্মান তরুণী সুইন্ডে উইদারল্যান্ড সীমান্ত স্কয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হয় বলে অভিযোগ করেছেন। তিনি রিকশায় ছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগ থাবা দিয়ে নিয়ে যায়। এই ঘটনায় তিনি মামলা করেছেন, মামলাটি তদন্তাধীন।’
তবে ঈদের ছুটির কারণে এখনও বিষয়টি নিয়ে তেমন কোনও অগ্রগতি হয়নি বলেও জানান ওসি।
সুইন্ডে বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের শিকার হওয়ার পর শুক্রবার (১৫ জুন) তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
গত ১৭ জানুয়ারি তিনি পাঠশালায় ছয় মাসের ফটোগ্রাফির একটি কোর্স করতে ঢাকায় আসেন। ছবি তোলা তার শখ। তিনি দক্ষিণ এশিয়ার ও সার্কভুক্ত দেশগুলো ভ্রমণ করেছেন। এসব দেশে তার তোলা সব ছবি গত বুধবার (১৩ জুন) ধানমন্ডির শঙ্করে থাকা তার পাঠশালার সহপাঠী ও ঢাকার এক বন্ধুর বাসায় বসে দুটি হার্ডডিস্কে স্থানান্তর করে নেন। তিনি জার্মানিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তিনি তার এলিফ্যান্ট রোডের বাসায় ফেরার সময় সীমান্ত স্কয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন বলে ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসে সুইন্ডে উইদারল্যান্ড জানিয়েছেন।
পাঠশালার জনসংযোগ কর্মকর্তা ইমরান আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এখানে ফটোগ্রাফি কোর্সটি তিনি সম্পন্ন করেছিলেন। তাকে প্রশংসাপত্রও দেওয়া হয়েছে। তার জার্মান যাওয়ার তারিখও নির্ধারিত ছিল। এর মধ্যেই এই দুঃখজনক ঘটনা ঘটেছে।’
ইনস্টাগ্রামে দেওয়া স্ট্যাটাসে সুইন্ডে লিখেছেন, ‘আমি রিকশায় বাসায় ফিরছিলাম। সীমান্ত স্কয়ারের সামনে রিকশাটি আসার পর একটি গাড়ির পেছনের জানালা দিয়ে টান দিয়ে আমার ব্যাগ নিয়ে যায়। আমার ব্যাগটি আমার কাঁধে ছিল। সেটির ভেতরে ল্যাপটপ, ক্যামেরা এবং দুটি হার্ডডিস্ক ছিল।’
সুইন্ডে বাংলাদেশের মানুষকে বন্ধুসুলভ ও অতিথিপরায়ণ হিসেবে তুলে ধরলেও তার সব অভিজ্ঞতা এই ঘটনায় শেষ হয়েছে বলেও উল্লেখ করেছেন।
বাংলাদেশে একা ভ্রমণ করা ঠিক নয় বলেও তার উপলব্ধি হয়েছে। তিনি লিখেছেন, ‘রিকশায় ভোরে এবং সন্ধ্যায় কখনও ওঠা উচিত না। এ সময় মোটেও নিরাপদ না।’
এর আগে গত ২৬ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি-৭ এ ছিনতাইকারীর হ্যাঁচকা টানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন হেলেনা বেগম (৩৫)। পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা খান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা