X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিষ্টি সুবাসের নাগলিঙ্গম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ২২:০৪আপডেট : ১৮ জুন ২০১৮, ২২:১০





নাগলিঙ্গম ফুল (ছবি- সাজ্জাদ হোসেন) দূর থেকেই ভিন্ন রকমের মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। এ সুবাসের উৎস খুঁজতে গিয়ে দেখা গেলো নাগলিঙ্গম গাছ। বাংলাদেশে নাগলিঙ্গম গাছ সচরাচর দেখা যায় না। রাজধানী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৭-৮টি গাছ। সব মিলিয়ে সারাদেশে ৩৫-৪০টি গাছ আছে বলে জানিয়েছেন কৃষি গবেষকরা।
জানা গেছে, দুষ্প্রাপ্য নাগলিঙ্গম গাছটি ৮০ ফুট পর্যন্ত লম্বা হয়। নাগলিঙ্গম গাছের ইংরেজি নাম ‘ক্যাননবল ট্রি’। ঢাকায় বলধা উদ্যান, ময়মনসিংহের মুক্তাগাছার জমিদারবাড়ি, মৌলভীবাজারে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যানে নাগলিঙ্গম গাছ আছে। গাছটির মোটা কাণ্ড ধূসর ও লম্বা আকৃতির পাতা সবুজ রঙের হয়। নাগলিঙ্গমের ফল হয় বেলের মতো গোল এবং বড়। আর এ ফল হাতির প্রিয় খাবার।
নাগলিঙ্গম ফল ফলটি ক্যানন বলের মতো দেখতে, তাই ইংরেজি নাম ক্যানন বল ট্রি। গ্রীষ্ম ও বর্ষা— এ দুই মৌসুমে ৬টি পাপড়িবিশিষ্ট এ ফুল ফুটে।পাপড়িগুলো বাঁকানো। অন্য সব গাছ থেকে নাগলিঙ্গমের ভিন্নতা হচ্ছে গাছের গোড়া থেকে উপরের দিকে কাণ্ডে ফুল ফোটে। যদিও অন্য সব গাছের ফুল ফোটে ডালে। বিভিন্ন প্রজাতির পাখি ও পতঙ্গ নাগলিঙ্গমের ফুল ও রেণু খায়। ফুল দেখতে অনেকটা সাপের ফনার মতো।
নাগলিঙ্গমের ফল থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করে রোপন করতে হয় বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন। তিনি বলেন, ‘বীজ থেকে থেকে গাছ হতে ১ মাসের মতো সময় লাগে। আর, ৫ বছর সময় লাগে এ গাছের স্টান্ডার্ড সাইজ হতে। নাগলিঙ্গমের ফুল দেখতে হলে অপেক্ষা করতে হবে ১০ বছর।’
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাগলিঙ্গম গাছ মিষ্টি সুবাসের এ ফুল থেকে পারফিউম তৈরি করা সম্ভব বলেও মনে করেন ড. আ ফ ম জামাল উদ্দিন। তিনি বলেন, ‘দুর্লব ফুল থেকেই দামি পারফিউম তৈরি হয়। এক্ষেত্রে নাগলিঙ্গমের সম্ভাবনা অনেক বেশি। অনেকে দেশেই নাগলিঙ্গম থেকে দামি পারফিউম তৈরি করা হয়।’
আ ফ ম জামাল উদ্দিন জানান, এ গাছের বিস্তার ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা এ গাছ আরও বিস্তার ঘটাতে কাজ করছি। প্রতি বছর নতুন চারা উৎপাদন করা হচ্ছে। গত বছর ২০০ বেশি চারা উৎপাদন করা হয়েছে। গ্রিন বাংলাদেশ সোসাইটির মাধ্যমে এসব চারা সারাদেশে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে।’


ছবি: সাজ্জাদ হোসেন

 

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা