X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখনও খোলেনি সুমন জাহিদের মৃত্যুরহস্যের জট

রাফসান জানি
১৯ জুন ২০১৮, ১৮:৩৫আপডেট : ২০ জুন ২০১৮, ১১:৫১

সুমন জাহিদ

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মৃত্যুর সঠিক কারণ ঘটনার চারদিনও পরও জানা যায়নি। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘটনা অন্যদিকে মোড় ঘোরানোর জন্য লাশ রেল লাইনের ওপরে ফেলে রাখা হয়েছিল। তবে খুব কাছ থেকে সুমন জাহিদকে রেল লাইনের ওপরে শুয়ে আত্মহত্যা করতে দেখেছে বলে দাবি করেছে আট বছরের এক শিশু।

উল্লেখ্য, গত ১৪ জুন সকালে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। একই থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য ভিন্ন হলেও সুমন জাহিদের মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলছেন না কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক। তিনি বলেন, ‘আমরা সবগুলো বিষয় সামনে রেখে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। এরইমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট ও আমাদের তদন্ত এবং গোয়েন্দা তথ্য একসঙ্গে বিশ্লেষণের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।’

ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুমন জাহিদের  মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্য পাঠিয়েছি। সেটার প্রতিবেদন হাতে আসার পর আমরা চূড়ান্ত প্রতিবেদন দেবো।’

ঢামেক ফরেনসিক বিভাগের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ট্রেনে কাটা পড়ে  সুমন জাহিদের মৃত্যু হয়েছে বলে মনে হলেও ভিসেরা পরীক্ষার রিপোর্ট গুরুত্বপূর্ণ। যেহেতু পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ফলে ট্রেনে কাটা পড়ার আগে তাকে অন্যকোনোভাবে হত্যা করা হয়েছিল কিনা, তা ভিসেরা পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসবে।

সুমন জাহিদের পরিবারের পক্ষ থেকে তার ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) এটিএম এমদাদুল হক বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার আত্মহত্যা করার মতো কোনও পরিবেশ ছিল না। পারিবারিকভাবে তিনি সুখী ছিলেন।’

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষী দেওয়া ও  দ্বিখণ্ডিত দেহের গলা বাদে অন্যকোথাও গুরুতর আঘাত না থাকায়, সুমন জাহিদকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসছে বলে মন্তব্য করেন এটিএম এমদাদুল হক।

তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা আট বছরের এক শিশুর দাবি, সুমন জাহিদ রেল লাইনের ওপরে শুয়ে আত্মহত্যা করেছেন। আর তার সামনেই এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর এ বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না সুমন জাহিদের পরিবারের সদস্যরা। তার ভায়রা এটিএম এমদাদুল হক বুলবুল বলেন, ‘শিশুটি কেন এমন বক্তব্য দিচ্ছে, তা আমাদের জানা নেই। খবরে আমরা দেখেছি, ওই শিশু বলেছে— সুমন জাহিদ দোকানে বসে চা খেয়েছে। এটা কী করে সম্ভব। ওতো চা খেতো না। এসব বক্তব্যে আমাদের সন্দেহ রয়েছে।’ যদিও বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের কাছে  দোকানে বসে সুমন জাহিদের চা খাওয়ার বিষয়ে কিছু বলেনি প্রত্যক্ষদর্শী ওই শিশুটি।

কেন শিশুটি আত্মহত্যার কথা বলছে, এমন প্রশ্নে এটিএম এমদাদুল হক বুলবুল বলেন, ‘আমরাও ঠিক বুঝতে পারছি না, শিশুটা কেন এমন বলছে। অন্যকোনও উদ্দেশ্য থাকতে পারে। পরিকল্পিতভাবে হত্যা করার পর আত্মহত্যা হিসেবে চালানোর জন্য ষড়যন্ত্র হতে পারে। আমরা চাইবো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথ তদন্তের মাধ্যমে মূল কারণ বের করে আনবেন।’

পুলিশের তদন্ত চলছে বলে দাবি করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ফারুক মজুমদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবার দাবি করছে— উনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করছি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে তদন্তের আরও  অগ্রগতি হবে। এছাড়া, আমাদের গোয়েন্দারাও বিষয়টি নিয়ে মাঠে কাজ করছেন।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা