X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার কটূক্তি ও ভুয়া জন্মদিন পালন মামলায় জামিনের আদেশ ৫ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৭:১৪আপডেট : ২১ জুন ২০১৮, ১৭:১৭

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধমামলার বিচার  নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের আদেশ আগামী ৫ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২১জুন) পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে কটূক্তি মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এবং ভুয়া জন্মদিন পালনের মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য জানান।

সানাউল্লাহ মিয়া বলেন, ‘পৃথক দু'টি মামলায় আমরা জামিন শুনানি করেছি। বিচারক দু'টি মামলায় ৫জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছেন। এদিকে খালেদা জিয়ার পক্ষে জামিন  শুনানিতে অংশ নেন এ জে মোহাম্মদ আলী, মাসুদ আহমেদ তালুকদার, হান্নান ভূইয়াসহ অনেকে।

এর আগে গত ১৪ জুন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করলে বিচারক এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে কটূক্তি করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন।  

মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে ভুয়া জন্মদিন পালনের মামলাটি  দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন আদালত।  

 

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা