X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গৃহকর্মী শাওনের সারা শরীরে নির্যাতনের চিহ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৯:৫৬আপডেট : ২১ জুন ২০১৮, ২০:১৩

জাহিদুল ইসলাম শাওন (ছবি: বাংলা ট্রিবিউন) ১২ বছরের কিশোর জাহিদুল ইসলাম শাওন কুঁকড়ে গেছে আতঙ্কে। নির্যাতনের ভয় ঘিরে ধরেছে তাকে। তাই সন্ধ্যা গড়ানোর পর ১১ তলা ফ্ল্যাট থেকে টয়লেটের পাইপ বেয়ে নিচে নেমে পালাতে চেয়েছিল সে। কিন্তু ধরা পড়ে যাওয়ায় মারধর থেকে রেহাই মেলেনি তার। পরে দেখা যায়, ছেলেটির হাত, পিঠ, পা ও পায়ের তালু সব জায়গায় নির্যাতনের চিহ্ন। কিছু চিহ্ন পুরনো, কিছু নতুন।

রাজধানীর ইস্কাটন গার্ডেন ১২/এ বাসার ১১ তলা ফ্ল্যাটের গৃহকর্মী শাওনকে কারণে-অকারণে মারধরে করেছেন গৃহকর্তা ও বাসার লোকজন। তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ আনা হয়েছিল। টাকাগুলো ফিরিয়ে দিতে ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় তাকে। নিজের ওপর নির্যাতনের হুমকি তো ছিলই, তার বাবাকে ধরে এনে পুলিশে দেওয়ার হুমকিও দিয়েছিল বাসার লোকজন। তাই ভীত-সন্ত্রস্ত হয়ে ২০ জুন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই কিশোর।

শাওনকে পাইপ বেয়ে ওপর থেকে নামতে দেখে চিৎকার করে লোকজন। এটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। তাকে ধরে বাসার গার্ড রুমে রাখা হয়। এরপর নিচে নেমে শাওনের ওপর নির্যাতন করতে থাকে গৃহকর্তার পরিবারের লোকজন। এই কিশোরের ওপর নির্যাতনের দৃশ্য দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা। পুলিশ এসে উদ্ধার করে শাওনকে। আটক করা হয় গৃহকর্তার শ্যালক ইকবার, তার স্ত্রী তামান্না ও গৃহকর্তার ছেলে তানজিলুর রহমান। পলাতক রয়েছে গৃহকর্তা মোজাফফর হোসেন ও তার স্ত্রী তাহমিনা খানম লিলি।

শাওনের সারা শরীরে আঘাতের চিহ্ন (ছবি: বাংলা ট্রিবিউন) এ ঘটনায় বৃহস্পতিবার (২১ জুন) রমনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। রমনা থানার ডিউটি অফিসার এসআই নিশাত জাহান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মামলায় আটক তিনজনসহ পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শাওন আমাদের হেফাজতে রয়েছে।’

গত ২০ জুন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যান রমনা থানার এসআই মোশাররফ হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে টিমসহ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। তখন সে গার্ডরুমে আটক ছিল। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর দেখি সারা শরীরে নির্যাতনে চিহ্ন। হাত, পিঠ, পা ও পায়ের তালু সব জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। কিছু চিহ্ন পুরনো। আবার কিছু নতুন।’

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, ‘গত বছরের ডিসেম্বর থেকে ইস্কাটন গার্ডেনে মোজাফফর হোসেনের বাসায় কাজ করছিল শাওন। ছোটখাটো বিভিন্ন অজুহাতে তার ওপর নির্যাতন চালাত ওই বাসার লোকজন। শুনেছি, এর আগে বৈদ্যুতিক শকও দিয়েছিল তাকে। সবশেষ রোজার ঈদের আগে টাকা চুরির অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। তবে শাওন বলছে, সে চুরি করেনি। এ কারণে তাকে মারধর করা ও ২০ জুনের মধ্যে টাকা ফেরত দিতে সময় বেঁধে দেওয়া হয়। এমনকি বাড়ি থেকে তার বাবা জাহাঙ্গীর হোসেনকেও ধরে এনে থানায় দেওয়ার হুমকি দেয় তাকে।’

শাওনের সারা শরীরে আঘাতের চিহ্ন (ছবি: বাংলা ট্রিবিউন) এসআই মোশাররফ হোসেন আরও বলেন, ‘আবারও মারধর থেকে রক্ষা পেতে ২০ জুন সন্ধ্যায় টয়লেটের পাশের পাইপ ধরে ১১ তলা থেকে নেমে আসে শাওন। বাড়ির লোকজন ও গার্ডদের চোখ ফাঁকি দিয়ে বের হওয়া সম্ভব নয় বলে সন্ধ্যার পরপর মৃত্যুঝুঁকি নিয়ে নিচে নেমেছিল সে। যদিও নিচে নামার পর তাকে ধরে ফেলে গার্ডরুমেই নির্যাতন করা হয়।’

এ ঘটনা ও মামলা প্রসঙ্গে ডিএমপি রমনা জোনের এডিসি আজিমুল হক সাংবাদিকদের বলেন, ‘৯৯৯ নম্বরের সহায়তায় শাওনকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ধরা পড়েছে অভিযুক্ত তিনজন। আটক ব্যক্তিরা নির্যাতনের কথা স্বীকার করেছেন। পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা