X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরের ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে: জাহাঙ্গীর আলম

শেখ জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে
২২ জুন ২০১৮, ২৩:০৯আপডেট : ২২ জুন ২০১৮, ২৩:২০

জাহাঙ্গীর আলম (ফাইল ছবি) গত পাঁচ বছরে গাজীপুর সিটি করপোরেশন এলাকার কোনও উন্নয়ন হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, উন্নয়নের স্বার্থেই ভোটাররা তাকে ভোট দেবেন। তিনি বলেন, ‘গাজীপুরের ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে।’

ক্ষমতাসীন দলের এই প্রার্থী বলেন, ‘আমি গাজীপুরবাসীকে একটি বসবাসযোগ্য সবুজ শহর দিতে চাই। গাজীপুরের অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নত করতে চাই। গাজীপুরের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ চাই।’ তিনি আরও বলেন, ‘গত ৫ বছরে বিএনপি মনোনীত মেয়র থাকার সময় গাজীপুরের কোনও উন্নয়ন হয়নি। আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

শুক্রবার (২২ জুন) গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের ফাঁকে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে প্রমাণ করেছে, জনগণ উন্নয়নের পক্ষে। গত ৫ বছরে গাজীপুরের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি, বর্তমানে গাজীপুরবাসী এটা বুঝতে পেরেছে। তারাও উন্নয়নের পক্ষে আছে। সেজন্য এবারও মানুষ গাজীপুর সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে গাজীপুরের উন্নয়ন করতে সুযোগ দেবেন। আমি এটা প্রত্যাশা করি।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গাজীপুরের সমাজব্যবস্থার উন্নয়নে সবাইকে আমার দরকার। সবার কাজটি আমি করে দিতে চাই, সবাইকে নিয়ে একটি পরিকল্পিত শহর গড়তে চাই। গাজীপুরে যারা আলেম, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশায় চাকরি করেন, যারা যে অবস্থায় আছেন আমি সবার জন্য একটি প্যাকেজ তৈরি করেছি। আমাকে ভোট দিন; আমি ক্লিন এবং গ্রিন একটি সিটি উপহার দিতে চাই।’

ক্ষমতাসীন দলের এই প্রার্থী বলেন, ‘গাজীপুরের ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে। সব ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রচারণা ভালো। জনগণ আমাদের সমর্থন করে। গাজীপুরে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমরা চাই গাজীপুরে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। এজন্য আমরা যা যা করার সব করবো।’

নির্বাচন নিয়ে কোনও অভিযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গাজীপুরের নির্বাচন সব মানুষের নির্বাচন। কোনও অভিযোগের নির্বাচন নয়। গাজীপুরের উন্নয়নের স্বার্থে এবং সুষ্ঠু ধারার গণতন্ত্র বজায় রাখতে কাজ করছি।’

গাজীপুরে আওয়ামী লীগের কোনও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরে আওয়ামী লীগের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। আওয়ামী লীগ শতভাগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আওয়ামী লীগের ঐক্য শুধু গাজীপুরেই নয়, বরং সমগ্র বাংলাদেশে আছে।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে যেতে পারছে না। তাই তারা নানা অপপ্রচার চালাচ্ছে। এখন তারা ঘরে বসে মিথ্যাচার করছে। বিগত সময়ে বিএনপির ৪০ বছর জনপ্রতিনিধি ছিল, তখন তারা কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি। আমি বলেছি, আপনারা মাঠে আসুন, জনগণ কী বলে, কী চায় দেখুন। কিন্তু তারা জনগণের কাছে যেতে পারছে না।’

গাজীপুরে ইসলামি দলগুলোর সমর্থন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি সন্তানসহ গাজীপুরে এসেছিলেন। তিনি আমাকে দোয়া করেছেন এবং গাজীপুরে অবস্থানরত তাদের আলেমদের বলে দিয়েছেন। গাজীপুরের এক হাজার ৮০০ মসজিদের খতিব এবং ৪৫০ কওমী মাদ্রাসার প্রধানরা আমার জন্য নির্বাচনি প্রচারণায় নেমেছে। এছাড়াও টঙ্গীর বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতের কমিটির মুরব্বীরা নিজ নিজ অবস্থান থেকে অন্তত ৭০০টি টিমে বিভক্ত হয়ে প্রচার চালাচ্ছেন। আমি মনে করি, ইসলামি দল, ইসলামি সংগঠন এবং মুসলমান হিসেবে আমাদের যারা সহি আলেম আছেন, তারা সবাই নির্বাচনি প্রচারণায় অনেক পরিশ্রম করছেন। আমি তাদের সবার কাছেই দোয়া চেয়েছি।’

গাজীপুর সিটির ভোটারদের একটি বড় অংশ শ্রমিক, ঈদুল ফিতরের ছুটিতে তাদের অধিকাংশই গ্রামে গেছেন। ভোটের আগে তারা ফিরবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রমিক ভাইদের মধ্যে যারা ভোটার, তারা নির্বাচনকে কেন্দ্র করে ২১ জুন থেকেই ফিরতে শুরু করেছেন।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা