X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘গাজীপুরের নির্বাচন বাংলাদেশকে পথ দেখাবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জুন ২০১৮, ২৩:১৯আপডেট : ২২ জুন ২০১৮, ২৩:২২

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন মুক্তিযুদ্ধের শুরুতে গাজীপুরের জয়দেবপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। সেদিন জয়দেবপুরবাসী বাংলাদেশকে পথ দেখিয়েছিল। আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও জনগণ মুক্তিযুদ্ধের প্রার্থীর পক্ষে রায় দেবে। এর মধ্য দিয়ে তারা আগামী নির্বাচনে বাংলাদেশকে পথ দেখাবে।

‘গাজীপুর সিটি নির্বাচন ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনন্য বাংলাদেশ ও বাংলা বিচিত্রার উদ্যোগে শুক্রবার (২২ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পাঁচ বছর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অপপ্রচার ও মিথ্যাচারের কাছে আওয়ামী লীগের প্রার্থী হেরে গিয়েছিল। আজকে মিথ্যাচারের রাজনীতির কবর রচিত হয়েছে। বিএনপি মানুষের কাছে যেতে পারছে না। তারা উন্নয়নমুখী নয়। এজন্য একই ভুল গাজীপুরের মানুষ বারবার করবে না। আসন্ন নির্বাচনে তারা মুক্তিযুদ্ধের চেতনা তথা নৌকা মার্কার পক্ষের প্রার্থীকেই ভোট দেবে।’ তিনি বলেন, ‘গাজীপুরে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। মেয়রের অযোগ্যতার কারণে সে টাকা ব্যবহার করা যায়নি।’

জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘বিএনপির কাছে শুধু জনগণ নয়, আহসান উল্যাহ মাস্টারের মতো জননন্দিত নেতাও নিরাপদ ছিল না। তাকে নিজ বাড়ির সামনে হত্যা করা হয়েছিল। গাজীপুরবাসী উন্নয়ন বঞ্চিত ছিল। এবার মানুষ ঘুরে দাঁড়াবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা বজায় রেখে নির্বাচনি সংবাদ পরিবেশন করতে হবে। যাচাই-বাছাই করে ঠিক খবর তুলে ধরতে হবে।’ এক্ষেত্রে ইসিকেও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

নির্বাচনে সাম্প্রদায়িক প্রচারণা বন্ধের দাবি জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘গতবার গাজীপুরের নির্বাচনে ধর্মের রাজনৈতিক ব্যবহার হয়েছিল। অথচ নির্বাচনি আইনে এটা নিষিদ্ধ। এ ব্যাপারে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, সেটা আমরা জানি না। ’

নির্বাচনি প্রচারণায় আঞ্চলিকতাবোধ ব্যবহারকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে  আখ্যায়িত করে নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, ‘এটা পশ্চাদপদ মানসিকতা। ইসিকে এটা বন্ধ করতে হবে।’

অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের শুরুতে গাজীপুরের জয়দেবপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। সেদিন জয়দেবপুরবাসী বাংলাদেশকে পথ দেখিয়েছিল। তাই গাজীপুরবাসী মুক্তিযুদ্ধের পথে থাকবে, এটাই স্বাভাবিক। তারা সিটি নির্বাচনে সেভাবেই রায় দেবে।’

সমকালের উপ-সম্পাদক অজয় দাশ গুপ্ত বলেন, ‘বনাঞ্চল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। বন ও পরিবেশ বজায় রেখে উন্নয়ন করবেন, এমন প্রার্থীকে নির্বাচিত করতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে।’

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, সেক্টর কমান্ডার্স ফোরামের সংগঠক ম.  হামিদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়। সঞ্চালনা করেন ডা. ফাইজা রাহেলা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা