X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে: হাসান সরকার

আদিত্য রিমন
২২ জুন ২০১৮, ২৩:১২আপডেট : ২৩ জুন ২০১৮, ১৩:৩৪

হাসান উদ্দিন সরকার (ফাইল ছবি) জনগণের সঙ্গে সম্পর্কের কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘গণরায়’ পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমি এলাকায় থাকি। জনগণের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমার অতীত কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মনে করি। তাই ভোটাররা আমাকে ভোট দেবেন।’

মঙ্গলবার (১৯ জুন) রাতে বাংলা ট্রিবিউনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে, ভোট দিতে পারলে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

হাসান সরকার অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণায় তার নেতাকর্মী-সমর্থকদের প্রশাসনিকভাবে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বাধা দেওয়ার কোনও ক্ষমতা নেই। কিন্তু পুলিশ-প্রশাসন দিয়ে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। পাবলিক দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তো তাদের নেই।’

স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের সমন্বয়ে ভালো নির্বাচনি প্রচারণা চলছে উল্লেখ করে ধানের শীষের প্রার্থী বলেন, ‘প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির নেতারাও যোগ দিয়েছেন। মোটামুটি ভালো নির্বাচনি প্রচারণা চলছে। খারাপ নয়।’

প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম সম্পর্কে হাসান উদ্দিন সরকার বলেন, ‘জাহাঙ্গীর সম্পর্কে আমার কোনও মূল্যায়ন নেই। রাজনীতিতে বয়স কম হওয়ায় কথাবার্তা ঠিক থাকে না। রাজনীতিতে কাউন্টার দিতে গিয়ে প্রচুর মিথ্যা কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি ঘৃণা করি এই সংস্কৃতি। রাজনীতিতে মিথ্যা কথা বলতে হবে কেন। জনগণের জন্য যদি কাজ করবো, তাহলে মিথ্যা কথা বলবো কেন।’

গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন উর রশিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে হাসান সরকার বলেন, ‘তিনি কেন এই রকম আচরণ করেন তা আমি বুঝতে পারি না। সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে তিনি এখন পর্যন্ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। আমি একজন মুক্তিযোদ্ধা, তার বাবাও মুক্তিযোদ্ধা। এজন্য আমাকে অন্য দৃষ্টিতে দেখেন। পুলিশ সুপার একজন সরকারি চাকরিজীবী মানুষ, চাকরির বিধিবিধান তার মেনে চলা উচিত। তা মেনে না চললে তার জন্য ভবিষ্যতে খারাপ হবে।’

নির্বাচনের আগে হারুন উর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার না করায় নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে হাসান উদ্দিন সরকার বলেন, ‘প্রত্যাহারের দাবি জানানোর পর তিনি (হারুন) আরও বেশি অত্যাচার শুরু করেছেন আমাদের নেতাকর্মীদের ওপর। নির্বাচন কমিশনের যদি স্বাধীনতা থাকতো, একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ করার পর তাকে তো সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রত্যাহার করে নিতো। এটা নিয়ম। ৭১ বছরের জীবনের ৫২ বছর রাজনৈতিক মাঠে আছি। অনেক কিছু দেখেছি।’

গাজীপুরের শ্রমিক ভোটার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসান সরকার বলেন, ‘শ্রমিকদের জন্য সারা জীবন লড়াই করেছি। তাদের অধিকারের কথা বলেছি। আমরা আত্মতুষ্টি হলো আমার মাধ্যমে শ্রমিকদের কোনও ক্ষতি হয়নি। কারও উপকার করতে না পারলেও ক্ষতি করিনি। তবে অপ্রয়োজনে কাউকে সমর্থনও করিনি। কোনও মালিকের বিরুদ্ধেও কাজ করিনি। স্বাধীন বাংলাদেশে মালিক-শ্রমিকের ভালো সম্পর্ক থাকতে হবে। কারণ মালিকরা তো এদেশের জনগণ। তাদের টাকা তো অন্য দেশে চলে যাবে না।’  

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি