X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লাকপা রি পর্বতে উড়লো বাংলাদেশের পতাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:৪২

সংবাদ সম্মেলনে তিন পর্বতারোহী ও অতিথিরা তিব্বতের হিমালয়ে ২৩ হাজার ১১৩ ফুট উচ্চতার লাকপা রি পর্বত শিখরে লাল-সবুজের পতাকা ওড়ালেন তিন বাংলাদেশি। তারা হলেন, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত এবং শায়লা পারভীন ও বাহলুল মজনু।

শনিবার (২৩ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের অভিযানের বিস্তারিত তুলে ধরে বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

অভিযানের আয়োজক এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তিব্বতে এভারেস্টের উত্তরপূর্বে অবস্থিত ২৩ হাজার ১১৩ ফুট উঁচু লাকপা রি পর্বত শিখর। বাংলাদেশের পর্বতারোহী দলটি ২৯ এপ্রিল নেপালের উদ্দেশে যাত্রা করে। ৪ মে নেপালের রসুয়াগাড়ি সীমান্ত পার হয়ে তিব্বতের ক্যারুং ও তিরিং অতিক্রম করে দলটি ৮ মে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায়। সেখানে চার রাত এবং মিডল ক্যাম্পে এক রাত থেকে দলটি ১৩ মে প্রায় ২১ হাজার ফুট উচ্চতার অ্যাডভান্স বেস ক্যাম্পে যায়। ১৭ মে রাত  আড়াইটার দিকে অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে তিন শেরপা গাইডকে সঙ্গে নিয়ে তিন পর্বতারোহী চূড়ান্ত আরোহণ শুরু করেন। প্রায় ২ হাজার ফুট খাড়া হিমবাহ ও পাথরের দেয়ালে আইস অ্যাক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে আরোহণ শেষে ১৭ মে নেপালের স্থানীয় সময় বিকাল ৩টায় তারা লাকপা রির শীর্ষে আরোহণ করেন।

পর্বতারোহী শায়লা তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘এর আগেও আমি কয়েকবার নেপালে গিয়েছি। ৬ হাজার মিটার আরোহণ করেছি। কিন্তু তিব্বতে এই প্রথম। অনেক ঝুঁকি ছিল। এই অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে কাজে লাগানো যাবে বলে আশা করি।’

এম এ মুহিত বলেন, ‘আমাদের পাশাপাশি রওনা হয়ে দুটি ইউরোপীয় টিম লাকপা রি পৌঁছাতে ব্যর্থ হয়, কিন্তু আমরা পৌঁছে যাই। সামনের বছর আশা করি, এই দুজনকে (শায়লা ও মজনু) এভারেস্ট পাঠানো যাবে বলে আশা করছি। তারা এভারেস্টের জন্য পুরোপুরি তৈরি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, অ্যান্টারটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক এবং স্পন্সরকারী প্রতিষ্ঠান প্যারাগন অ্যাগ্রো লিমিটেড, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড, এমকে এন্টারপ্রাইজ লিমিটেড ও আজিম গ্রুপের প্রতিনিধিরা।

 

/এসও/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া