X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গার্মেন্টস খোলার প্রথমদিনেই জমজমাট প্রচারণা

শেখ জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে
২৩ জুন ২০১৮, ২৩:২০আপডেট : ২৩ জুন ২০১৮, ২৩:২০

গার্মেন্টস থেকে বেরোচ্ছেন শ্রমিকরা। তাদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন প্রার্থীদের কর্মীরা ঈদের ছুটি শেষে শনিবার (২৩ জুন) গাজীপুরে গার্মেন্টস ও শিল্পকারখানা চালু হয়েছে। ছুটিতে থাকা শ্রমিকরা ফিরে এসে কাজ শুরু করেছেন। আর প্রথমদিনেই গার্মেন্টস ও শিল্পকারখানাগুলোয় ভিড় দেখা গেছে সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের কর্মীদের। সারাদিনই বিভিন্ন গার্মেন্টেসে তাদের প্রচারণা চালাতে গেছে।    

এক দফা পিছিয়ে যাওয়ার পর আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় গত ১৮ জুন থেকে শুরু হয়েছে প্রচারণা, চলবে আগামীকাল ২৪ জুন পর্যন্ত। এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। দিন-রাত এক করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা।

লিফলেট নিয়ে বাড়ি ফিরছেন শ্রমিকরা শনিবার গাজীপুর সিটির ছয়দানা, গাজীপুরা, বোর্ডবাজারে ঘুরে দেখা গেছে, বিভিন্ন গার্মেন্ট ও শিল্পকারখানার গেটে লিফলেট বিলির মাধ্যমে ভোটের প্রচারণা চলছে। বিকাল ৫টার দিকে গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিকদের ছুটি হলে প্রার্থীদের কর্মীরা প্রতিষ্ঠানের গেটে দাঁড়িয়ে থেকে সবার হাতে তুলে দিচ্ছেন লিফলেট। শ্রমিকরাও লিফলেট হাতে নিয়ে ছুটে চলেছেন যার যার গন্তব্যে।

কয়েকজন গার্মেন্টস শ্রমিকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা  বলেন, আমরা গাজীপুরে এমন একজন মেয়র চাই যিনি হবেন শ্রমিকবান্ধব। শ্রমিকদের সুখ-দুঃখে, বিপদে আপদে যেন তাকে আমরা কাছে পাই, এটাই আমাদের প্রত্যাশা।

গার্মেন্টসের গেটে দাঁড়িয়ে চলে প্রচারণা গাজীপুরের ছয়দানা এলাকার ইস্টওয়েস্ট ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটের আগে সবাই উন্নয়নের আশ্বাস দেয়, কিন্তু পাস করার সব উল্টাপাল্টা হয়ে যায়। তখন শ্রমিকদের খবর রাখে না কেউ। এরপর থেকে যেই আমরা সেই আমরাই থাকি।’

তিনি আরও বলেন, ‘গতবার নির্বাচনে ভোট দিয়েছি, কিন্তু যে মেয়র ছিলেন তিনি তো কোনও উন্নয়ন করেননি। আমাদের বিপদে আপদে মেয়রের কোনও নেতাকর্মীকে কাছে পাইনি।’ তিনি বলেন, ‘এবারও ভোট দেবো; যে শ্রমিকদের দুঃখ কষ্ট বোঝে তাকে ভোট দেবো। যদি পছন্দের প্রার্থী ক্ষমতায় যান, তবে তিনি যেন আমাদের খবর রাখেন এটাই আশা করি।’

ছয়দানা এলাকায় বসবাসকারী গার্মেন্টস শ্রমিক রিয়াজ উদ্দিন বলেন, ‘মেয়র পদে অনেকেই দাঁড়াইছে। তবে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীদের নিয়া বেশি আলোচনা চলছে। তবে শ্রমিকদের মধ্যে জাহাঙ্গীর আলমের প্রচারণাই বেশি হয়। সেই তুলনায় হাসান সরকারের প্রচারণা কম।’

তিনি বলেন, ‘আমরা শ্রমিক, ভোট দেবো। আগামী মেয়রের কাছে আমাদের কিছু দাবি আছে। গাজীপুরে রাস্তাঘাটের উন্নয়ন চাই, শ্রমিকদের বেতন বোনাস যাতে মালিকপক্ষ ঠিকমতো দেয়, সে বিষয়ে নিশ্চয়তা চাই। শ্রমিকরা যাতে বেতন নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে সেই নিরাপত্তা চাই। আমাদের অনেক শ্রমিক গার্মেন্টস ছুটির পর রাতে বাড়ি ফেরে, ওই সময় নানা বিপদে পড়ে। রাতে সড়কে বাতি জ্বলে না। আলো থাকলে অপরাধ কম হয়, তাই আমরা প্রতিটি সড়কে বাতি চাই।’

গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে ১১ লাখ ৩৭ হাজার ৭৬৩ জন ভোটার। এর মধ্যে ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন পুরুষ ও ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার। মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৪ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৫৪ জন প্রার্থী রয়েছেন।

ছবি: সাজ্জাদ হোসেন।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি