X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ‘জেএমবির আস্তানায়' পুলিশের অভিযান, চারটি বোমা নিষ্ক্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ১৪:০৫আপডেট : ২৪ জুন ২০১৮, ১৫:৫২

গাজীপুরের মাওনায় জেএমবি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে পুলিশ
গাজীপুরের শ্রীপুরের মাওনায় জেএমবির আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি শাখা, কাউন্টার টেরোরিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। এই বাড়িতে জেএমবির চার-পাঁচজন সদস্য রয়েছে তথ্যে অভিযান চালানো হয় বলে কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে। বেলা ৩টার দিকে অভিযান শেষ হয় বলে জানান গাজীপুর কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীদুল ইসলাম। 

শাহীদুল ইসলাম জানান, ওই বাড়ি থেকে পাওয়া চারটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট মাওনায় গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে কাউন্টার টেরোরিজমের এডিসি আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অভিযানে আছি। অভিযানে শেষে বিস্তারিত জানা যাবে।’

শ্রীপুরের ওই বাড়িতে বিস্ফোরণ

এদিকে বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, মাওনার ওই বাড়িতে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সেখান থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। আটক রহমানের বাড়ি দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে।

রবিবার (২৪ জুন) ভোরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা আলহেরা হাসপাতাল) সংলগ্ন ওই বাড়িতে ঢাকা থেকে যাওয়া পুলিশের সদস্যরা অভিযান চালান। শ্রীপুরে ওই বাড়ির পাশের রাস্তা

বেলা সাড়ে ১১টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট ডিএমপির উপপুলিশ কমিশনার রহমতুল্লাহ চৌধুরী ও কাউন্টার টেরোরিজেমের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিবের নেতৃত্বে একটি টিম দোতলা বাড়িতে প্রবেশ করে। এ সময় মাওনা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান রুবেল মিয়া ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম আবদুর রহমানের ঘরে পানি ছিটিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন। তারা ধারণা করছেন, এগুলো বোমা নিষ্ক্রিয় করার শব্দ। 

শ্রীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানের সময় আশপাশে উৎসাহী মানুষের ভিড়

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, রবিবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা পুলিশ সদর দফতর থেকে আসা একদল পুলিশ তার বাসার নিচে অবস্থান নেয়। অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পরিচয়ে তার মুঠোফোনে কল দিয়ে বাসার নিচে নামতে বলেন। পরে নিচতলার ঘর তল্লাশি করার কথা বলেন এবং তাকে দোতলায় চলে যেতে বলেন। এক ঘণ্টা তল্লাশি শেষে সকাল ৫টায় আবার তাকে ডেকে নিয়ে যায় পুলিশ। এ সময় তিনি গিয়ে দেখেন পুলিশ তার ভাড়াটিয়া রহমানকে আটক করেছে। এছাড়া তার ঘর থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা পাওয়ার কথা জানায় পুলিশ। বোমাগুলো ভাড়াটিয়া ঘরের টেবিলের ড্রয়ারে রেখেছিলেন। 

তিনি আরও জানান, আব্দুর রহমান স্ত্রী শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে নিচতলার একটি ঘর ভাড়া নেন। তিনি প্রাইভেটকার চালান বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন- শ্রীপুরে একটি বাড়িতে পুলিশের অভিযানে আটক ১

/এনএল/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’