X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘স্বাস্থ্যবিধি খাতে বরাদ্দকৃত বাজেট অপর্যাপ্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ২৪ জুন ২০১৮, ১৬:৩২

বাজেটে স্বাস্থ্যবিধি খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা (ছবি: সাদ্দিফ অভি) ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) তথা স্বাস্থ্যবিধি খাতে আরও সামঞ্জস্যপূর্ণ ও ন্যায্য বরাদ্দের আহ্বান জানিয়েছে ওয়াটার এইড বাংলাদেশসহ বিভিন্ন সংস্থা। তাদের মন্তব্য, ‘২০১৭-১৮ অর্থবছরের তুলনায় স্থানীয় সরকার বিভাগের স্বাস্থ্যবিধি খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র ৫৪ হাজার ৭০০ টাকা। গত এক বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ও সম্প্রসারিত নগরায়নের ফলে সৃষ্ট চাহিদার তুলনায় এই খাতে বরাদ্দকৃত বাজেট অপর্যাপ্ত।’

রবিবার (২৪ জুন) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে ওয়াটার এইড, ইউনিসেফ, পিপিআরসি, ফানসা বিডি, ডব্লিউএসএসসিবি, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল ও ওয়াশ অ্যালায়েন্স। সেখানে বক্তারা বলেন, ‘ওয়াটার এইড ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক বিশ্লেষণে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ক্রমবর্ধমান জিপিডি (মোট দেশজ উৎপাদন) ও গত ৭ বছরের জাতীয় বাজেটের তুলনায় এই খাতে অপর্যাপ্ত বরাদ্দ চোখে পড়ার মতো।’

বক্তাদের ভাষ্য, ‘ভৌগলিক অবস্থান বিচারে দেশের বিভিন্ন স্থানের স্বাস্থ্যবিধি অনুযায়ী, বাজেটে বরাদ্দের ক্ষেত্রে অসমতা উঠে এসেছে বিশ্লেষণে। গ্রামাঞ্চল ও চরাঞ্চলে বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা থাকার পরও মহানগর ও শহরগুলো তুলনামূলকভাবে বেশি বরাদ্দ পাচ্ছে। যদিও বাজেটের সামগ্রিক চিত্র অনুযায়ী, আপাতদৃষ্টিতে ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় বাজেটে স্বাস্থ্যবিধি খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ শতাংশ। তারপরও গ্রাম ও শহরাঞ্চলে অসমতার হার বিস্তার লাভ করছে যেখানে শহরাঞ্চল ও গ্রামঞ্চলে বরাদ্দ যথাক্রমে ৯০.৯ ও ৯.১ শতাংশ।’

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও স্থানীয় সরকার বিভাগের সেক্টর উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি খাতের লক্ষ্যগুলো অর্জনে জাতীয় বাজেটে গ্রামাঞ্চল, দুর্গম ও অবহেলিত অঞ্চল এবং ছোট ও মাঝারি শহরগুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন।’

রবিবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন ওয়াটার এইড বাংলাদেশ অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার ফয়সাল আব্বাস, ফ্রেশওয়াশ অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার পক্ষে ইয়াকুব হোসেন, ওয়াটার এইডের প্রতিনিধি সৈয়দ আদনান, নেটওয়ার্কিং সংস্থার প্রতিনিধি অলক মজুমদার প্রমুখ।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া