X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়া আইনগতভাবে জামিন পাওয়ার অধিকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ১৭:৫৪আপডেট : ২৪ জুন ২০১৮, ১৮:৪৪

 

অবস্থান কর্মসূচি

খালেদা জিয়া আইনগতভাবেই জামিন পাওয়ার অধিকারী বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি অভিযোগ করে বলেছেন, আইনগতভাবে জামিন পাওয়ার অধিকারী হওয়া সত্ত্বেও বিএনপি চেয়ারপারসনকে জামিন দেওয়া হচ্ছে না।

রবিবার (২৪ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

জয়নুল আবেদীন বলেন, ‘সারা দেশের মানুষ জানে খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেননি। আর যে জাজমেন্ট দেওয়া হয়েছে, সেটিও বুঝতে হবে। একটি দেশের সরকারপ্রধান মিথ্যাভাবে বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরে খেয়েছেন। কিন্তু সেটি আদালতে প্রমাণ হয়নি। তাদের অভিযোগ খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন, সেটিও প্রমাণ হয়নি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ ৪ মাস ধরে কারাগারে রয়েছেন। এমন জায়গায় আছেন, সেখানে কোনও মানুষ থাকে না। সরকারের নীলনকশা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারা একটি নির্বাচন করতে চায়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। খালেদা জিয়া আইনগতভাবেই বেইল (জামিন) পাওয়ার অধিকারী। কিন্তু আইনগতভাবে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদা জিয়া সরকারের কারণে বেইল পাচ্ছে না।’

জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি একটি কথা বলতে চাই। দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের প্রতি। সরকারের এজেন্ডা আপনারা ওখানে বসে বাস্তবায়ন করবেন না। সরকার চায় খালেদা জিয়াকে দীর্ঘদিন আটকে রাখতে। সরকার চায় খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে। আর আপনারা (আদালত) সরকারের সেই ইচ্ছা বাস্তবায়ন করতে যদি সহযোগিতা করেন, তাহলে বিচার বিভাগের ওপর সারা দেশের মানুষের আস্থা থাকবে না।’

তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের অনুরোধ অন্যান্য মানুষ যেভাবে বিচার পায় খালেদা জিয়াকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখে আপনারা বিচারকাজ পরিচালনা করুন। যদি সেটা করেন তাহলে খালেদা জিয়া মুক্ত হতে পারবেন। আর যদি সেটি না করেন তাহলে বুঝতে হবে সরকার যেভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখতে চায়, আপনারা তাতে সহযোগিতা করতে চান। দয়া করে এটি করবেন না। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অমি আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা দয়া করে নিরপেক্ষভাবে বিচার করুন। কালো কোটকে খেপাবেন না। আইনজীবীরা যদি রাস্তায় নামে তাহলে আপনাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!