X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফুটবল নিয়ে এ কেমন উন্মাদনা!

তাসকিনা ইয়াসমিন
২৪ জুন ২০১৮, ২১:২৭আপডেট : ২৪ জুন ২০১৮, ২১:৪২

ব্রাজিলের সমর্থক আজহার (ছবি: বাংলা ট্রিবিউন) ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে প্রিয় দলের প্রতি সমর্থকদের আবেগ-উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। কিন্তু এই উন্মাদনাই ডেকে আনছে বড় বিপদ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের মধ্যে মাঠের বাইরে কথার প্রতিযোগিতার রেশ ধরে ঘটছে সংঘর্ষ। অনেকে প্রিয় দলের পতাকার জন্য বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খেসারতে পা হারাচ্ছেন। পুড়ে যাচ্ছে অনেকের শরীরের অনেকাংশ।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন অনেকে। সেখানে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন আটজন। তাদের মধ্যে আর্জেন্টিনার সমর্থক মিরপুরের বাসিন্দা সুমন ইসলামের দুই পা কেটে ফেলতে হয়েছে। মাহিনের কাটা পড়েছে দুটি আঙুল। খিলগাঁওয়ের কিশোর আজহারের দুই হাত ও হাঁটু পুড়ে গেছে। গলা ও মুখ ঝলসে গেছে রোকনের।

সমর্থক ও ভক্তদের এমন দশা দেখে আক্ষেপ করলেন ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আজ রবিবার (২৪ জুন) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিও ফুটবলের ভক্ত। একসময় মাঠে গিয়ে খেলা দেখতাম। কিন্তু এই উন্মাদনার খেসারতে কাউকে হাত-পা হারাতে হবে, এটা কিছুতেই কাম্য নয়। এক্ষেত্রে সবারই সতর্ক হওয়া উচিত।’

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্রাজিলের সমর্থক রোকনুদ্দিন রোকন (ছবি: বাংলা ট্রিবিউন) প্রবীণ এই চিকিৎসক জানালেন, আর্জেন্টিনার সমর্থক একজনের পা কেটে ফেলতে হয়েছে। ব্রাজিলের ভক্ত বেশ কয়েকটি অল্পবয়সী ছেলে আহত হয়েছে। তিনি বললেন,
‘আমরা এবার ঢামেক হাসপাতালে সাতজন রোগী পেয়েছি। তাদের আহত হওয়ার কারণগুলো তুচ্ছ। বেশিরভাগই ছাদের ওপর পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এরকম আগেও হতো। ছাদের ওপর কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা অহরহ ঘটে। কারণ সেখানকার বিদ্যুতের তার ভাড়াটিয়া-বাড়িওয়ালা কেউ মনিটরিং করে না। এর খেসারত দিতে হয় সবাইকে। একজন মানুষ ১৫-২০ ভাগ দগ্ধ হলে সেই ঘা শুকিয়ে গেলেও সারাজীবন তাকে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়।’

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আজহারের বয়স ১৫ বছর। ১০ ভাগ বার্ন নিয়ে চতুর্থ তলায় ভর্তি আছে সে। সে খিলগাঁওয়ে ভাঙারির দোকানে কাজ করে। ছেলেটি ব্রাজিলের সমর্থক। আজহার বাংলা ট্রিবিউনকে বলেছে, ‘এখন খেলা দেখার কোনও সুযোগ নাই আমার। আমি চাই, ব্রাজিল বিশ্বকাপ জিতুক।’

আজহারের মা মুনজিলা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ও নিচের দিকে তাকিয়ে ব্রাজিলের পতাকা ঠিক করছিল, তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।’

সপ্তম শ্রেণির ছাত্র রোকনুদ্দিন রোকনও (১২) ব্রাজিলের ভক্ত। কেবিনে ১৩ ভাগ বার্ন নিয়ে ভর্তি আছে সে। নিজেদের বাসার বারান্দায় বাঁকা হয়ে যাওয়া প্রিয় দলের পতাকা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলেটি। তার মা নার্গিস খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বারান্দার বাইরে ট্রান্সমিটার থাকায় সবসময় আমাকেই সাবধান করতো রোকন। সেই ছেলেই বিদ্যুৎস্পৃষ্ট হলো। হাসপাতালে ভর্তি থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত খেলার খবর রাখে সে। ওর খুব ইচ্ছা, ব্রাজিল বিশ্বকাপ জিতুক। ফাইনালের আগের দিন হলেও বাড়ি ফিরে যেতে চায় সে।’

সবচেয়ে করুণ অবস্থা আইসিইউ’র (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নয় নম্বর বেডে চিকিৎসাধীন সুমন ইসলামের (৪০)। তার দুই পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। সুমনের মা রওশন আরা বেগম শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের আগের দিন ইফতারির ২০ মিনিট আগে পতাকা বাঁকা ছিল দেখে সোজা করতে গিয়েছিল আমার ছেলে। সে একটা রড দিয়ে সোজা করতে চেষ্টার পরই তার গায়ে আগুন ধরে যায়। আমি দৌড়ে গিয়ে মেইনসুইচ অফ করি, কিন্তু কাজ হলো না। কারণ আমাদের দুটি বাড়ি। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে নির্মাণাধীন বাড়িতে। পরে আশেপাশের মানুষজন এসে ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দেয়। সবাই এটা-ওটা বলেছে, কিন্তু কেউ আগুন নেভায়নি। পরে বিদ্যুৎ বন্ধ হলে আমার ছেলে পড়ে যায়। তখন একটা ছেলে দৌড়ে এসে আমার ছেলেকে তোলে।’

মা মুনজিলার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট আজহার (ছবি: বাংলা ট্রিবিউন) এরপরের কথাগুলো বলতে বলতে এই স্কুলশিক্ষিকার চোখ ভরে গেলো জলে— ‘আমার ছেলের দুই পা কেটে ফেলতে হয়েছে। এরপর আমি আর বউমার (নীলুফা আক্তার হাসি) সঙ্গে কোনও কথা বলতে পারিনি। কীভাবে তাকে এই বিপদের কথা বলবো! ওদের দুই মেয়ের মধ্যে নুসরাত সুলতানা মৌটুসি দ্বিতীয় শ্রেণিতে আর ইসরাত সুলতানা রৌদসী প্লেতে পড়ে। এখন ছেলের সুচিকিৎসা আর ওদের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। খেলা এখন একেবারেই ভালো লাগে না আমার।’

চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেটির মানসিক সমস্যা হচ্ছে। তাই শিক্ষিকা রওশন আরা বেগম তাদের বলেছেন, ‘প্রয়োজনে তার জন্য মনোরোগ বিশেষজ্ঞকে কল করুন। ছেলের জন্য সবরকম চিকিৎসা সেবা চাই।’

সবার প্রতি আহ্বান জানিয়ে এই স্কুলশিক্ষিকা বলেন, ‘আর কোনও মা যেন এমন কষ্ট না পায়। পঙ্গু যেন না হয় তার সন্তান। সবাই সচেতন থাকুন। খেলাকে কেন্দ্র করে কারও যেন এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়। প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে এমন পাগলামি যেন কেউ না করে, সবার প্রতি আমার এই অনুরোধ রইলো।’

সুমন ইসলামের মা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রওশন আরা বেগম (ছবি: বাংলা ট্রিবিউন) বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ রায় বাংলা ট্রিবিউনকে জানান, এবারের ফিফা বিশ্বকাপ শুরুর পর থেকে পতাকা ওড়াতে গিয়ে এ পর্যন্ত আটজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়েছে। অন্যদের মধ্যে এসডিইউ’র (স্টেপ ডাউন ইউনিট) ৭ নম্বর বেডে ভর্তি আছেন আব্দুল্লাহ (১০)। তার শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তিনতলায় ভর্তি কিশোর মাহিনের (১২) ইনজুরি মারাত্মক। আতিফ নামের একজনের ডান পায়ের বড় আঙুল কেটে ফেলতে হয়েছে। সে ঈদের ছুটিতে বাড়ি গেছে। আবার ফিরে এসে ভর্তি হওয়ার কথা রয়েছে তার। এছাড়া আসিফ (১৮) নামের একজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ডা. সামন্ত লাল সেনের ভাষ্য, ‘এটা শুধু এবারের আসরেই নয়, আগের বিশ্বকাপেও একই অবস্থা দেখেছি। তখনও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছিলাম। জনসাধারণের সচেতন হওয়া প্রয়োজন। আমরা সবাই যদি সচেতন না হই তাহলে এ ধরনের ইনজুরি বাড়তেই থাকবে। এসব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনও বিকল্প নেই।’

এমন আরও অনেক সংঘর্ষের খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন এলাকায়। আর কথা কাটাকাটি ও খেলায় দেখে নেওয়ার হুমকি তো এখন প্রতিদিনের সাধারণ ঘটনা। খুলনা মহানগরীর দৌলতপুরে গত ১৮ জুন সকালে আর্জেন্টিনার দুই সমর্থককে কুপিয়ে আহত করে ব্রাজিল সমর্থকরা। আহতরা হচ্ছেন মো.শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫)। তারা দু’জনই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ব্রাজিল সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে আহত দম্পতি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা প্রথম ম্যাচে ড্র করলে ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তাচ্ছিল্য করতে থাকে। রবিবার রাতে ব্রাজিলও প্রথম ম্যাচে ড্র করায় আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে। এ নিয়ে দু’পক্ষে বিতর্ক থেকে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন সকালে ব্রাজিল সমর্থকরা জোটবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। পরে বাড়ির অদূরে হোটেলের সামনে ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে জখম করে। এ সময় শুকুরের স্ত্রী মিনু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

এর আগে গত ২৮ মে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আজেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা টানানো নিয়ে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়।

জানা গেছে, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা ওড়ানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজীবের ওপর চাপাতি নিয়ে হামলা চালায় ব্রাজিল সমর্থকরা। হামলাকারীরা চাপাতি দিয়ে দু’জনকে কুপিয়ে জখম করে।

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার এমন পরিণতি পুরনো। এবার এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের পাগলামি সীমাবদ্ধ আছে সংঘর্ষেই। ২০১৪ সালের বিশ্বকাপে লালমনিরহাটে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মিলন হোসেন নামে এক তরুণ দুঃখজনকভাবে নিহত হয়েছিলেন। এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দিয়েছেন বিশ্লেষকরা।
* অশ্রুসজল স্কুলশিক্ষিকা রওশন আরা বেগমের কথা:

আরও পড়ুন-

আর্জেন্টিনার সমর্থক দম্পতিকে কোপানোর ঘটনায় ৮ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে মামলা

খুলনায় আর্জেন্টিনার দুই সমর্থককে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে