X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের মেরিন ড্রাইভ হবে সংরক্ষিত পর্যটন এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ২২:৩০আপডেট : ২৪ জুন ২০১৮, ২২:৩৬

মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুই পাশকে সংরক্ষিত পর্যটন এলাকা ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর ফলে ৮০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে এটিকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে গড়ে তোলা সম্ভব হবে। একইসঙ্গে অনুমতি ছাড়া সেখানে কেউ কিছু স্থাপন করতে পারবেন না।

রবিবার (২৪ জুন) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক এভিয়েশন ও পর্যটন বিটের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।

সচিব বলেন, ‘মেরিন ড্রাইভ সড়কের সৈকতের পাশের অংশটি সংরক্ষিত পর্যটন এলাকা হিসেবে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এই সড়কের অপর অংশ যেদিকে পাহাড় আছে সেটি এখনও সংরক্ষিত নয়। এই সড়কের দুই পাশকেই সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এটি করা হলে এখন এ সড়কের পাশে যেসব অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা সম্ভব হবে।’

মহিবুল হক আরও বলেন, ‘দেশে পর্যটনের প্রসারে অনেক কিছু করার আছে। গণমাধ্যমসহ এ খাত সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নিয়ে কাজ করতে চাই। সুন্দরবন, কুয়াকাটাকে কীভাবে আরও বেশি আর্কষণীয় করে তোলা যায় সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।’

দেশে পর্যটকদের আগমনের পরিসংখ্যান তৈরি করতে দ্রুত ব্যবস্থা নেওয়া কথাও জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ। 

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া