X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১৮০ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীকে পুরস্কার দিলো শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৯:৫৩আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:২৪

এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী (ছবি-পিআইডি) ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে ছয় শিক্ষক ও চার কর্মকর্তাসহ ১০ জন শ্রেষ্ঠ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার পেয়েছেন। দুই শিক্ষাবর্ষে ২৫টি ক্যাটাগারিতে দশ শিক্ষক-কর্মকর্তাসহ ১৮০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২৫ জুন) বিকালে সেগুনবাগিচায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসব পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, স্কুলশিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী–এই ক্যাটাগরিতে সেরাদের বাছাই করা হয়। এজন্য শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে।      

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকের মান যদি ভালো হয়, তাহলে শিক্ষার মান ভালো হবে। গুণী শিক্ষক মানেই গুণগত শিক্ষা। তাই শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। এখন শিক্ষা মানে দক্ষতা, প্রযুক্তি ও মানসম্মত শিক্ষা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নির্বাচনের মাধ্যমে ভালো কাজের উৎসাহ প্রদান ও প্রণোদনা দেওয়ার জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া, নেতৃত্ব বিকাশের জন্য শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ বিএনসিসি, রেঞ্জার ও রোভার গ্রুপকে পুরস্কৃত করা হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান।

 

/এসএমএ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?