X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ১৪:৩৭আপডেট : ৩০ জুন ২০১৮, ২০:৪৯

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জুন) সকাল পৌনে ১১টা থেকে হামলা শুরু হয়। থেমে থেমে দেড়টা পর্যন্ত কোটা আন্দোলনের সামনের দিকের নেতাদের ধরে ধরে মারধরের খবর পাওয়া যায়। ঢাবি সেন্ট্রাল লাইব্রেরির সামনে এবং শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে কোটা আন্দোলনের নেতাদের ওপর এসব হামলার ঘটনা ঘটে। শনিবার দুপুর পর্যন্ত  দুই যুগ্ম আহ্বায়কসহ আহত সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঢাবি’র প্রক্টর এ কে এম গোলাম রব্বানি দাবি করেছেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

শনিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর কারণে আন্দোলনের নেতারা ক্যাম্পাসে আসছিলেন। তবে আগে থেকেই ঢাবি সেন্ট্রাল লাইব্রেরির সামনে হামলাকারীরা সংগঠিত হচ্ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, পৌনে ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি দল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসার পর ‘শিবির ধর’ ‘শিবির ধর’ বলে অতর্কিত হামলা চালানো হয়। এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরকে ঘিরে ধরে মারধর করা হয়। তার নাক-মুখ ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে লাইব্রেরির ভেতরে নিয়ে যান। লাইব্রেরির সামনে আরও কয়েকজন ছাত্রকে মারধর করা হয়। এসময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। 

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ককে মারধরের পর তাকে প্রায় ৩০ মিনিট লাইব্রেরিতে রাখা হয়। পরে লাইব্রেরির পেছনের দরজা দিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ নূরকে আহত অবস্থায় প্রক্টরিয়াল বডির গাড়িতে তুলে দেয়। তাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

প্রত্যক্ষদর্শীরা জানান, নূরকে মারধরের পর আশপাশের সাধারণ ছাত্রদের ওপরও হামলা চালানো হয়।  এদিকে ঢাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র আমির আব্দুল্লাহ বলেন, ‘আমি লাইব্রেরিতে পড়তে আসছিলাম। বাইরে বের হতেই আমাকে নৃশংসভাবে পেটানো হয়েছে।’ জসিমকে পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

বেলা ১২টার দিকে আবার ছাত্রদের ওপর হামলা চালানো হয়। ঢাবি’র বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আরশকে মাটিতে ফেলা লাথি ও মারধর করতে দেখা যায়। 

দুপুর পৌনে ১টার দিকে লাইব্রেরির সামনে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বেলা দেড়টার দিকে পাবলিক লাইব্রেরির ভেতর থেকে ধরে এনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জসিমকে মারধর করা হয়েছে। জসিমকে শাহবাগ থানায় সোপর্দ করার পর পুলিশের গাড়িতে করে ঢামেকে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, পাবলিক লাইব্রেরির ভেতর থেকে পাঁচ জন ছাত্রকে ডেকে বাইরে নিয়ে মারধর করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে সকাল ১০টা ৫০ মিনিটে আমরা গ্রন্থাগারের সামনে আসি। আমরা দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। আহতদের মধ্যে যুগ্ম আহ্বায়ক নূরের অবস্থা গুরুতর।’

তবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ কোনও হামলা চালায়নি। ছাত্রলীগ ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা শুনেছি আন্দোলনকারীদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

এদিকে হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এখন বন্ধ। ঈদের পর আগামীকাল রবিবার থেকেই খুলবে। ছুটির সময় হলেও লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছিল ছাত্ররা। কিন্তু লাইব্রেরির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় লাইব্রেরিতে লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়েছে। এরা কারা এবং এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত হয়েছে, আমরা এখনও তাদেরকে চিহ্নিত করতে পারিনি। যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই সেখানে ছাত্রদের বাইরে আরও কোনও কুচক্রী মহল ছিল কিনা, তা এখনই বলতে পারবো না। তবে, আমার প্রক্টরিয়াল বডি আমাকে জানিয়েছেন- নুর নামে একটি ছেলেকে ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে প্রক্টরিয়াল বডি এখনও উপস্থিত রয়েছে।’

ভিডিও: রাফসান জানি ও রশিদ আল রুহানী। 

আরও পড়ুন- 

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

হামলার প্রতিবাদে সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচি 

/আরজে/এসআইআর/আরএআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা