X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘হামলার পরিকল্পনা ছিল আগে থেকেই’

রশিদ আল রুহানী ও রাফসান জানি
৩০ জুন ২০১৮, ২০:৩৭আপডেট : ০১ জুলাই ২০১৮, ০৩:৫৮





কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা প্রধানমন্ত্রীর কোটা বাতিল ঘোষণার মাস পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা কাজ করছিল। আন্দোলনকারীরা তাদের ফেসবুক গ্রুপে বলছিলেন, আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরাও এ আন্দোলনকে যেকোনও মূল্যে প্রতিহত করার ঘোষণা দিচ্ছিলেন তাদের ফেসবুক টাইমলাইনে। শনিবার (৩০ জুন) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।



এছাড়া কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন সক্রিয় নেতাকে তুলে নিয়ে জিম্মি করে রাখা হয়েছে বলেও আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার ভয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েক দফা হামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরসহ আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে নুরের অবস্থা গুরুত্বর।
কোটা সংস্কারের দাবিতে ডাকা সংবাদ সম্মেলন ও আন্দোলনকে যেকোনও মূল্যে প্রতিহত করার পরিকল্পনা আগে থেকেই ছিল বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।
দুপুর দেড়টার দিকে শাহবাগে পাবলিক লাইব্রেরি’র ভেতর থেকে আন্দোলনের ‘স্লোগান মাস্টার’ খ্যাত জসিমসহ কয়েকজন আন্দোলনকারীকে ধরে নিয়ে আসে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের লাইব্রেরির গেটেই মারধর করা হয়। লাইব্রেরিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন,‘পাবলিক লাইব্রেরির ভেতর থেকে ৫ জন ছাত্রকে ডেকে বাইরে নিয়ে মারধর করা হয়েছে।’
লাইব্রেরির সামনে মারধর শেষে জসিমকে দিয়ে কোটা আন্দোলনে সক্রিয় আরও কয়েকজন নেতাকর্মীকে ফোন করিয়ে ডেকে আনার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে জসিমকে শাহবাগ থানায় সোপর্দ করার পর পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হামলার নেতৃত্বে থাকা একজন ছাত্রলীগ নেতা বলেন,‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে আন্দোলনকারীদের একাংশ। উনি নাকি প্রতারণা করেছেন। এসব কথা আন্দোলনকারীদের কেউ কেউ লাইভে এসেও বলছে। এসব কথা শোনার পরই আমার সিদ্ধান্ত নিই,যেকোনও মূল্যে ওদের প্রতিহত করবো। সে অনুযায়ী আমরা সংবাদ সম্মেলন শুরুর আগে থেকেই ক্যাম্পাসে অবস্থান নিই।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য কে বা কারা নির্দেশনা দিয়েছেন— এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে কেউ কেউ দাবি করেছেন,বর্তমানে ছাত্রলীগের কমিটি নেই। তাই সে অর্থে কমান্ড দেওয়ারও কেউ নেই। তারা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন।
অন্যদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানকে দুপুর ১টার দিকে তার হল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

আরও পড়ুন: ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা



এরপর দুপুর ২টার দিকে মশিউরের ফেসবুক টাইমলাইনে একটি ভিডিওবার্তা পাওয়া যায়। সেই ভিডিওতে মশিউরকে বলতে শোনা যায়, ‘জামায়াত-শিবির, বিএনপির কাছ থেকে টাকা খেয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে মামুন, রাশেদ, নুর, ফারুক।’

এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘মশিউর রহমানসহ বেশ কয়েকজনকে হল থেকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ। পরে মশিউরকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে উল্টাপাল্টা কথা বলিয়ে সেটার ভিডির ধারণ করতে বাধ্য করেছে। পরে সেটা মশিউরের ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। মশিউর কোথায় আছে তা এখনও জানতে পারিনি।’
এদিকে ভিডিওবার্তার সত্যতা জানতে মশিউরের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি।
কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন,ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
কিন্তু সে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘ছাত্রলীগ কোনও হামলা চালায়নি। ছাত্রলীগ ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা শুনেছি আন্দোলনকারীদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ছবি ও ভিডিও ফুটেজে যদি ছাত্রলীগের কর্মী কাউকে দেখাও যায় মারধর করতে, তবু ছাত্রলীগের পক্ষ থেকে তাদের বিষয়ে কোনও দায় নেই। কারণ, যেহেতু সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেহেতু সে শিক্ষার্থী হিসেবে তার ব্যক্তিগত দায় নিয়েই সেটা করেছে। তাছাড়া এখন ছাত্রলীগের কোনও কমিটি নেই। ফলে দলের পক্ষ থেকে তাদের ব্যাপারে কিছু বলার নেই।’
এদিকে রাশেদ খান বাংলা ট্রিবিউনকে অভিযোগ করে বলেন,‘কয়েকদিন ধরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে ও মোবাইলে ফোন করে হুমকি দিচ্ছিলেন।তারা বলেছেন, আমাদের যেখানেই পাবে মেরে ফেলবে। এছাড়া আমাদের জামায়াত-শিবির বলে অপ্রপ্রচার চালাচ্ছে। এসবের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করতে চাইলে সংবাদ সম্মেলনের আগেই আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।’
তিনি বলেন, ‘আমাদের ওপর হামলার পরপরই আমার কাছে আমার বাবা ফোন করেন। আমাদের বাড়িতে নাকি কয়েকজন অচেনা লোক এসে হুমকি দিয়ে গেছে, গালিগালাজ করে গেছে। বলেছে, আমি যদি না থামি তাহলে আমার পরিবারের সবাইকে গুম করে দেবে। আমি এখন আমার পরিবার নিয়েও নিরাপত্তাহীনতায় আছি। জানি না কখন কী হয়।’
আহতদের সর্বশেষ পরিস্থিতি
হামলায় আহত হয়েছেন ৮ জন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৫ জন চিকিৎসা শেষে চলে যান। বাকি ৩ জন— নুরুল হক নুর, আতাউল্লাহ, মামুনকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আনোয়ার খান মডার্ন হাসপাতালে আহত এই ৩ ছাত্রের সঙ্গে থাকা ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুরের অবস্থা খুবই খারাপ। তার সিটি স্ক্যান করা হয়েছে। ডাক্তার বলছেন, তার অবস্থা গুরুত্বর। কী হবে কিছুই বুঝতে পারছি না।’
ঢাবি কর্তৃপক্ষের বক্তব্য
হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিশ্ববিদ্যালয় এখন বন্ধ। ঈদের পর আগামীকাল (রবিবার) থেকেই খুলবে। ছুটির সময় হলেও লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু লাইব্রেরির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় লাইব্রেরিতে লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়েছে।’
তিনি বলেন, ‘এরা কারা এবং এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত হয়েছে, আমরা এখনও তাদের চিহ্নিত করতে পারিনি। যেহেতু ক্যাম্পাস বন্ধ। তাই সেখানে ছাত্রদের বাইরে আর কোনও কুচক্রী মহল ছিল কিনা, তা এখনই বলতে পারবো না। তবে আমার প্রক্টোরিয়াল বডি আমাকে জানিয়েছেন, নুর নামে একটি ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে প্রক্টরিয়াল বডি এখনও উপস্থিত রয়েছে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন