X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নন-এমপিও শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ০১:১১আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১১:২৪


আমরণ অনশনে ননএমপিও শিক্ষকরা স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুরোধ করতে চান নন-এমপিও শিক্ষকরা। সোমবার (২ জুলাই) নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ বাংলা ট্রিবিউনকে এ কথা জানান। এর আগে রবিবার (১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আবেদন তার কার্যালয়ে পৌঁছে দেন ফেডারেশনের প্রতিনিধি দল।

প্রতিনিধি দল সুত্রে জানা গেছে, আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ৫ হাজারের বেশি স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান ১৫-২০ বছর ধরে এমপিওভুক্তির অপেক্ষায় আছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন। এছাড়া অনেকের চাকরির মেয়াদ আছে মাত্র ৫ থেকে ১০ বছর। এই পরিস্থিতিতে ফেডারেশনের নেতারা পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য সাক্ষাৎ করতে চান।
অন্যদিকে ওপর একটি চিঠিতে শিক্ষকদের পক্ষ থেকে এমপিওভুক্তির রূপরেখা দেওয়ার জন্য একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন শিক্ষক নেতারা। প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বরাদ্দ অর্থ অপর্যাপ্ত হলে সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র আওতায় এনে আংশিক বেতন চালু করা এবং পরবর্তী অর্থবছরে বেতনের সমন্বয় সাধন করা । দ্বিতীয় প্রস্তাবনাটি হলো– দীর্ঘ ১৫-২০ বছর এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, এসকল শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এমপিও ভুক্তির পর তিন বছর সময় দেওয়া এবং এরপর সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রস্তাবনা দিয়েছি কারণ সরকার বলছে ফান্ড কম আছে। তাই আমরাও চাচ্ছি প্রথম বছর যেন অর্ধেক বেতন দিয়ে, পরের বছর থেকে তার সমন্বয় করা হয়। আর এই দীর্ঘ ১৫-২০ বছরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নড়বড়ে হয়ে গেছে। এগুলো ঠিক হওয়ার জন্য সময় দরকার। তাই তিন বছরের সময় দেওয়ার জন্য প্রস্তাবনায় উল্লেখ করেছি। আমরা বর্তমানে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় আছি। তার সঙ্গে দেখা করে আমাদের কথাগুলো তুলে ধরতে চাই। আমাদের একটি প্রতিনিধিদল দেখা করতে চাওয়ার একটি আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছি। আমরা আশাবাদি তিনি আমাদের সময় দিবেন।’
এদিকে স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচির অষ্টম দিনে সোমবার (২ জুলাই) ১৫৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন ফেডারেশনের মুখপাত্র আনোয়ার হোসেন। এর মধ্যে গুরুতর অসুস্থ ২১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি, যার মধ্যে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলারও রয়েছেন।
উল্লেখ্য,এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে টানা ওই অবস্থান ও অনশনের একপর্যায়ে এ বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে এমপিওভুক্তির আশ্বাস দেন। এরপর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। কিন্তু ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে নতুন এমপিওভুক্তির বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এরপর শিক্ষকরা আবার এমপিওভুক্তির দাবিতে রাজপথে নামেন। ১২ দিনের অবস্থান কর্মসূচির পর তারা ফের নতুন করে কর্মসূচি ঘোষণা দেন। সোমবার (২৫ জুন) থেকে আমরণ অনশন পালন করছেন শিক্ষকরা।

/এসও/ আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী