X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে হবে: আনিসুজ্জামান

ঢাবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৯:৪০আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:৪০

প্রকাশনা অনুষ্ঠানে ড. আনিসুজ্জামানসহ অতিথিরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোকে তাদের ছাত্র সংগঠন নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। নইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস ও সংঘাতের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। যদি আমরা এর থেকে মুক্ত হতে না পারি তাহলে খালি অতীত গৌরবের গান করে সামনে এগোনো যাবে না।’

ঢাবির শত বর্ষপূর্তিকে সামনে রেখে প্রণীত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড সেকাল-একাল’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (৪ জুলাই) দুপুরে ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আনিসুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ফেরাতে হলে আমাদের প্রথম কাজটি হবে আবাসিক হলগুলো এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ ফিরিয়ে আনা। তাহলে তারাই পাঠ্যাতিরিক্ত যে কর্মসূচি, সেটিকে নতুন করে প্রাণ দিতে পারবে। তাহলে আমাদের আবার নানা ক্ষেত্রে ছাত্রদের চর্চা ও বিকাশের সুযোগ ফিরে আসবে।’

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বর্তমানে ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চা তেমনভাবে হয় না বললেই চলে। এর অন্যতম প্রধান কারণ এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নেই বা সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তাই আমাদের বিশ্ববিদ্যালয় ও এর হলগুলোয় নির্বাচিত ছাত্র সংসদ থাকা জরুরি একটি বিষয়। এটি ছাড়া সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সময়ে সংস্কৃতি চর্চা নিছক বিনোদন ছিল না, এটি ছিল আন্দোলন-সংগ্রামের অন্যতম হাতিয়ার। তখন যে মানের সাংস্কৃতিক চর্চা হতো, এখন তা দেখা যায় না।’

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংস্কৃতি চর্চা বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করা শুরু করেছি। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চলছে। ভবিষ্যত এটি আরও সম্প্রসারণ করা হবে।’

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সার্বিক পরামর্শে কারাস এর পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে। কারাস থেকে প্রকাশিত প্রথম বই এটি। ছয়টি অধ্যায়ে সাজানো বইটির দাম ৩৫০ টাকা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কারাস এর পরিচালক ও গ্রন্থটির সম্পাদক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকসহ গুণীজনরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের