X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অন্য ক্লাবগুলোতেও অভিযান হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৫:৩০আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৮:১৯

সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহীদুল ইসলাম শুধু উত্তরা ক্লাব নয়, যেসব ক্লাব বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার (১০ জুলাই) কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এর আগে সোমবার (৯ জুলাই) উত্তরা ক্লাবে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযানে ক্লাব থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ৩ হাজার ৪৫ বোতল বিদেশি মদ ও ২ হাজার ৫০০টি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।
অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিজেদের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘অভিযোগ পেলেই আমরা অভিযান পরিচালনা করি না। প্রাথমিকভাবে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আমরা অভিযানে যাই। সেক্ষেত্রে যথাযথ তথ্য পেলে অবশ্যই অধিদফতরের আওতাভুক্ত সংশ্লিষ্ট যে কারও বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’ উত্তরা ক্লাবে অভিযান
উত্তরা ক্লাবে অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। এর আগে কোনও সময় এ ধরনের অভিযান পরিচালিত হয়নি। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হলে সুনির্দিষ্ট তথ্যের প্রয়োজন হয়। তা না থাকলে এটা খুব দুরূহ কাজ হয়। এক্ষেত্রে আজকে ভালো ফলাফল এসেছে। সেজন্য আমরা সাফল্য দেখাতে পারছি। কিন্তু আমরা যদি কিছু না পেতাম তাহলে দৃশ্যপট ভিন্ন হতো। অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে হয়। কোথায় রাখা হয়েছে তা আগে থেকে রেকি করেই অভিযান পরিচালনা করা হয়ছে। প্রথমে উত্তরা ক্লাবের সহযোগিতা পাইনি। পরে অবশ্য তারা সহযোগিতা করেছে। রাত ৩টা পর্যন্ত আমাদের কর্মকর্তারা ক্লাবে ছিলেন। পুরো প্রক্রিয়া শেষ করতে রাত হয়েছে। তাই আজকে আনুষ্ঠানিকভাবে তথ্যগুলো জানানোর প্রয়োজন হয়েছে।’
আরও পড়ুন: উত্তরা ক্লাব থেকে পাঁচ কোটি টাকার বিদেশি মদ উদ্ধার

/আরজে/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস