X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে স্বজনদের কাছে নৌকার পক্ষে প্রচারণা চালাবেন প্রবাসীরা

অহিদুল ইসলাম, সৌদি আরব
১০ জুলাই ২০১৮, ২২:৫৭আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৪:৫৮

মোবাইল ফোনে স্বজনদের কাছে নৌকার পক্ষে প্রচারণা চালাবেন প্রবাসীরা

শেখ হাসিনা সরকার লোনের ব্যবস্থা করেছে বলেই কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে আর ভিটেমাটি বিক্রি করতে হয় না। তাই আগামী নির্বাচনে বিদেশে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে দেশে অবস্থান করা স্বজনদের নৌকা মার্কায় ভোট দিতে বলবেন প্রবাসীরা। ৭ জুলাই রাতে সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা।

সৌদি আরবের রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক এমআরএইচ ভূঁইয়া রফিককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নিজেরা প্রবাসে থেকেও দেশের পরিবার-পরিজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালানো হবে। শেখ হাসিনাকে আবারও ভোট দিতে স্বজনদের বলা হবে। কারণ শেখ হাসিনা সরকার বিদেশে আসার জন্য লোনের ব্যবস্থা করেছে, তাই আর ভিটেমাটি বিক্রি করতে হয় না।’

বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা আরও বলেছেন, ‘মাত্র দশ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, স্বাধীনতা পরবর্তী আর কোনও সরকার এ ধরনের উন্নয়নের চার ভাগের এক ভাগও করতে পারেনি।’

তারা আরও বলেন,‘বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এটি একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।’

রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারি বলেন, ‘প্রবাসীদের ওপর তাদের পরিবারের সদস্যরা নির্ভরশীল। এজন্য আগামী নির্বাচনের জন্য এখন থেকেই দলের প্রত্যেক প্রবাসী নিজের পরিবারের কাছে টেলিফোনে  প্রচারণা চালাবেন। জীবিকার তাগিদে দেশ থেকে প্রবাসে অবস্থান করা আওয়ামী সমর্থকদের জন্য দলকে জয়যুক্ত করতে এটাই হবে গুরুত্বপূর্ণ কাজ। কারণ পরিবারের সদস্যরা প্রবাসীর অনুরোধ অনেকটাই গুরুত্ব দিয়ে রক্ষা করে থাকে।’  

তিনি আরও বলেন,‘এখন বিদেশে কর্মসংস্থানে আসা প্রবাসীদের জন্য শেখ হাসিনার সরকার ব্যাংক থেকে লোন দেয়। তাই আগের মতো নিজেদের সহায়-সম্বল বিক্রি বা বন্ধক দেওয়ার রীতি বন্ধ হয়ে গেছে। বিদেশগামী যে কোনও প্রবাসী এখন অর্থ খরচের জন্য আগের মতো দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পড়ে না।’

রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমআরএইচ ভূঁইয়া রফিক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিরোধ করে এবং উন্নয়নের বিরুদ্ধে যুক্তহীন সমালোচনা অগ্রাহ্য করে, আন্তর্জাতিক চক্রান্তপাশ কাটিয়ে জননেত্রী শেখ হাসিনা তার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশকে যেভাবে উন্নয়নশীল দেশ হিসেবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আমি মনে করি এসব বিবেচনায় তিনিই বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন।’ আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করার জন্য প্রবাস থেকে প্রত্যেকটি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিজেদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান তিনি।

রিয়াদ জেলা দাল্লা শাখার আয়োজিত স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন সংগঠনটির আহ্বায়ক ভিপি কাকন। ইসতিয়াক হোসেন তানিম-এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর সিনিয়র সহসভাপতি হেলালউদ্দিন আহমেদ ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোহসিন শেখ, দফতর সম্পাদক শাহজাদা আরমান, রিয়াদের গোপালগঞ্জ শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশ্রাফুল আলম খান, আজিজিয়া শাখার সভাপতি জামাল হোসেন দাড়িয়া, আরবাইন শাখার সভাপতি আলিম বেপারী, দাল্লা শাখার মো. মইনুদ্দিন, মো. শাহিন, আব্দুল কুদ্দুস এবং আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং সবকটি শাখার নেতারা। এরপর মূল অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।

 

/এএইচ/টিএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী