X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করতে যাচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৫:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০০

নন-এমপিও শিক্ষকদের আমারণ অনশন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে আন্দোলন স্থগিত করতে যাচ্ছেন নন-এমপিও শিক্ষকরা। বুধবার (১১ জুলাই) সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে পাঁচজন শিক্ষক নেতা দেখা করলে শিক্ষামন্ত্রী তাদেরকে আন্দোলন স্থগিতের অনুরোধ করেন। তবে অনশন ভাঙাতে বিকালে প্রেসক্লাবের সামনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রণালয় এবং শিক্ষক নেতাদের সূত্রে জানা গেছে।

এর আগে এমপিওভুক্তির দাবিতে দীর্ঘ এক মাস ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে আসছিল নন-এমপিও শিক্ষকরা।

জানতে চাইলে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভুষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে। তিনি আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। শিক্ষকদের দাবি আদায়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের কতটুকু দাবি আদায় করা সম্ভব হয় সেটি নিয়ে শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন।’

এই শিক্ষক নেতা আরও বলেন, শিক্ষামন্ত্রী আন্দোলন স্থগিতের অনুরোধ জানিয়েছেন। তিনি আমাদের বলেছেন, “আমি আপনাদের বিষয়টি নিয়ে কাজ করছি। আপনারা আন্দোলন ছেড়ে পাঠদানে মনোযোগ দেন সেটি আমি আহ্বান জানাই।”

শিক্ষামন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি সরকার আমাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। শিক্ষামন্ত্রীর আশ্বাসের ওপর আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করার বিষয়ে আলোচনা শুরু করেছি।’ বিকাল ৪টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারী শিক্ষক নেতারা।

শিক্ষক নেতারা জানান, বিকালে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের মাঝে এসে অনশন ভাঙাবেন।

/আরএআর/এআর/
সম্পর্কিত
মনিটরিং জোরদার হচ্ছে, এমপিও বন্ধ হবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের
অনার্স-মাস্টার্স ও ডিগ্রির তৃতীয় শিক্ষকদের ‘ভাগ্য বিপর্যয়’ কাটবে কবে?
মাউশিতে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়