X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত ছিল ইসহাকের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৯:৫৯আপডেট : ১২ জুলাই ২০১৮, ১০:২৩

র‌্যাবের হাতে গ্রেফতার ইসহাক খান

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল আনসার আল  ইসলামের সদস্য মাওলানা মোহাম্মদ ইসহাক খান। অন্তত চার বার রোহিঙ্গাদের ক্যাম্পে যাওয়া আসা করেছে সে। একইসঙ্গে রোহিঙ্গাদেরকে এক লাখেরও বেশি টাকা দিয়েছে বলে র‌্যাবকে জানিয়ে ইসহাক।

বুধবার (১১ জুলাই) কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. এমরানুল হাসান। তিনি বলেন, ‘গ্রেফতার ইসহাক আনসার আল ইসলামের মিডিয়া উইংয়ের অন্যতম সমন্বয়ক। নিজের প্রতিষ্ঠান ‘খান প্রকাশনী’ থেকে উগ্রবাদী বই প্রকাশ, বিতরণ এবং ইউটিউবে লেকচার ও ব্লগে লেখালেখির মাধ্যমে সে উগ্রবাদ প্রচার করে আসছিল। সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে ৩-৪ চারবার গিয়েছে। সেখানে রোহিঙ্গাদেরকে উগ্রবাদে জড়ানোর জন্য উদ্বুদ্ধের কাজ করতো। রোহিঙ্গাদের লক্ষাধিক টাকা দিয়েছে বলেও আমাদের কাছে স্বীকার করেছে।’

এর আগে গত মঙ্গলবার (১০ জুলাই) সকাল আটটায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাসিমপুর ইরতা গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৩। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মানিকগঞ্জ থেকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে ইসহাককে জিজ্ঞাসাবাদ করেছেন র‌্যাবের সদস্যরা। আনসার আল ইসলামের সঙ্গে  সম্পৃক্ততা ও জঙ্গিবাদের প্রচার এবং প্রকাশনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি ইসহাক স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানান লে. কর্ণেল মো. এমরানুল হাসান।

তিনি বলেন, ‘মাওলানা মোহাম্মদ ইসহাক খান ২০০৬ সালে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করে। আর এসময় তার শিক্ষক ছিল আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসীমুদ্দীন রাহমানী। তার হাত ধরে আনসার আল  ইসলামের সদস্যপদ লাভ করে ইসহাক। তখনই নিজের নামে ‘খান প্রকাশনী’ খুলে সেখান থেকে জসীমউদ্দীন রাহমানীর বিভিন্ন উগ্রবাদী লেকচার ও মতাদর্শ বই আকারে প্রকাশ করতো।

জসীমউদ্দীন রাহমানী ২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর আত্মগোপনে যায় ইসহাক। শুধু সে নয় তার দুই ভাইও উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত। আত্মগোপনে থাকা অবস্থায় জসীমউদ্দীন রাহমানী ও আনওয়ার আল আওলাকীসহ বিশ্বের বিভিন্ন বিতর্কিত উগ্রবাদী ধর্মীয় নেতাদের বই সংকলন করে প্রকাশ করতে থাকে ইসহাক।

এসব বই শুরুতে বিভিন্ন মাদ্রাসা ও লাইব্রেরিতে সরবরাহ করলেও সরকারের জঙ্গিবাদবিরোধী কঠোর অবস্থানের পর থেকে গোপনে তা সরবরাহ করতো ইসহাক। ব্যক্তিগতভাবে অনেকের কাছে বইগুলো পৌঁছে দিতো বলে র‌্যাবকে জানিয়েছে সে। 

সংবাদ সম্মেলনে র‌্যাব -৩ অধিনায়ক লে. কর্নেল মো. এমরানুল হাসান বলেন, ‘‘ইসহাক ‘খান প্রকাশনী’ ও ‘মাকবুল প্রকাশনী’ নামে দুটি প্রকাশনী থেকে জঙ্গিবাদ সংক্রান্ত বিভিন্ন বই প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় সরবরাহ করতো।’’

ইউটিউবে এমডি ইসহাক খান আইডি দিয়ে বিভিন্ন জঙ্গিবাদী লেকচারের অডিও ক্লিপ আপলোড করা হয়েছে। লাইট হাউজ ডট কম নামে একটি ব্লগ পেজও রয়েছে তার। এগুলোর মাধ্যমে সে তার উগ্রবাদী মতবাদ প্রচারণা করে আসছিল। সে গাজওয়াতুল হাদিসে বিশ্বাস করে। মানিকগঞ্জের সিংগাইরে মারকাজুল কোরআন ওয়াল হিকমাহ নামে সে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছে। মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের মাঝে সে উগ্রবাদ প্রচার করে আসছিল। তার বাসাতেই আনসার আল ইসলামের বিভিন্ন সদস্যদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে র‌্যাব জানায়।

আরও পড়ুন:

নিজের প্রকাশনা ও ভার্চুয়াল লেকচারের মাধ্যমে উগ্রবাদ ছড়াচ্ছিল ইসহাক

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা