X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হামলা-পাল্টা হামলা কোনোটাই গ্রহণযোগ্য নয়: দুলাল আহমেদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৮:৫১আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:০৮

 

 

দুলাল আহমেদ চৌধুরী দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর দুলাল আহমেদ চৌধুরী বলেছেন, ভিসির বাসভবনে হামলা ও আন্দোলনকারীদের ওপর হামলা কোনোটাই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার এখনই লাগাম টেনে ধরতে হবে। দেশের সুশীল সমাজ, শিক্ষাবিদসহ নেতৃস্থানীয়দের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত।
বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘আবারও কোটা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ বৈঠকি।


দুলাল আহমেদ চৌধুরী বলেন, ‘ছাত্র আন্দোলন হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করবেন কি হাতুড়িপেটা করে? আমরা জানি, এই অন্দোলন একদিনের নয়। এটা বেশ কয়েক বছর আগে থেকেই হচ্ছে। এবার বেশ বড় আকার ধারণ করেছে।’
তিনি বলেন, ‘এই আন্দোলনের (কোটা সংস্কার) শিক্ষার্থীদের ওপর যেমন হামলা করা হচ্ছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় হামলাও হয়েছে। ভিসির বাসায় হামলা কারা করেছে? কোটা আন্দোলনের নেতারা করেছে? এটা কারও বিশ্বাস হবে? আবার বিশ্বাস না হয়েও পারা যায় না। আন্দোলনের একসময় মনে হয়েছিল যখন জাহাঙ্গীর কবির নানকসহ সরকারের কয়েকজন এ বিষয় নিয়ে কথা বললেন— মনে হয়েছিল, তারা দায়িত্ব নিয়েছিলেন।’
তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘তাদের সঙ্গে দেশের শিক্ষাবিদরা, বিশ্লেষকরা সবসময় নানা বিষয় নিয়ে কথা বলেন। দেশে কি এসময় সুশীল সমাজের কোনও প্রতিনিধি, শিক্ষাবিদ ছিলেন না? তারা কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারতেন না? কিন্তু কাউকে পাওয়া যায়নি।’
আহমেদ চৌধুরী বলেন, ‘ছাত্রদের ওপর হামলা শুরু হলো। আজ একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কোটা আন্দোলনের নেতাদের গ্রেফতার করা হচ্ছে না। ভিসির বাড়িতে যারা হামলা করছে তাদের গ্রেফতার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে ঘোষণা দিলেন ক্যম্পাসে বহিরাগত নিষেধ। এটাতে বহিরাগত নিষিদ্ধ কেন হবে? এটা তো বহিরাগতদেরই জায়গা। সব সময় বহিরাগতরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মাঝে দিয়ে যাতায়াত করে।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।




/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা