X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ২৩:৪৫আপডেট : ১২ জুলাই ২০১৮, ২৩:৪৯

লাশ রাজধানীতে পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ ছয় জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১১ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার বিকালের মধ্যে এসব ঘটনা ঘটে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, জুরাইন রেলগেট এলাকায় ট্রেন ধাক্কায় অজ্ঞাত এক নারী (১৮) মারা গেছেন। দক্ষিণখান ফায়দাবাদে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন নদী (২৫) নামে এক গৃহবধূ। উত্তর মেরুলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ইমাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির। মুগদায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মৌসুমি আক্তার মিতু (২০) নামে এক তরুণী। বাড্ডায় পবন কুমার সরকার (৩৩) নামে ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাজারীবাগে রুবি সিদ্দিকী (৩০) নামে এক গৃহবধূ বিদুৎস্পৃষ্টে মারা গেছেন।
সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যুর মামলা হয়েছে।
বুধবার জুরাইন রেলগেট এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী আহত হয়। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল নিয়ে আসলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও জানা যায়নি।
দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় পারিবারিক কলহের জের ধরে নদী নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। তার স্বামী শাওন তাকে অচেতন অবস্থায় হাসপাতালে মধ্যরাতে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডার উত্তর মেরুল এলাকার একটি বাসায় ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ইমাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত ইমাম একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন।
মুগদার দক্ষিণ মান্ডায় মৌসুমী আক্তার মিতু (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কটা মেনে নিচ্ছিলো না মিতুর পরিবার। বারবার বিয়ের কথা বললেও তারা আমলে নিচ্ছিলো না। সেই রাগে ক্ষোভে-অভিমানে ভোরে নিজ বাসার দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।
মিতুর বড় ভাই আহম্মদ আলী জানান, তারা দক্ষিণ মান্ডা তিন নম্বর গলির এলাকায় থাকেন। মিতু টিকাটুলি সেন্ট্রাল উইমেন মহিলা কলেজে ম্যানেজমেন্টে অনার্সে পড়তো।
বাড্ডায় বৈটাখালী এলাকায় একটি বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে পবন কুমার সরকার (৩৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) নওশাদ জানিয়েছেন, পবনের বাবার নাম রাজ কুমার সরকার। পবনের মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে রুবি সিদ্দিকী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
রুবি হাজারীবাগ বড় মসজিদের পাশে একটি টিনসেট বাড়িতে স্বামী আমিনুল হক সিদ্দিকীসহ দুই সন্তান নিয়ে থাকতেন।
রুবির বড় ভাই মোজ্জামেল সুমন জানান, টিনের চালে উঠে ভেজা কাপড় রোদে শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবি। দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক